আজ নাগরিক টিভিতে 'উন্মাদ'

ফ্যাক্টর থ্রি সলিউশনস প্রযোজিত সম্প্রতি নেপালে চিত্রায়ণ হয়েছে রিফাত আদনান পাপনের রচনায় নাজমুল রনির পরিচালনায় খন্ড নাটক 'উন্মাদ'। নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, মৌসুমি হামিদ, অবাক, পীরজাদা হারুন, রিমি করিম , সানিতা, মনিরুল ইসলাম মনির প্রমূখ। নাটকটি আজ (শুক্রবার ২৫ জানুয়ারি) রাত ৯ টায় নাগরিক টেলিভিশনে প্রচারিত হবে বলে র্নিমাতা নাজমুল রনি জানান।
নাটকের গল্পে দেখা যাবে, রাফিদ, ফারিন, নিঝুম ও অরণ্য চারজন খুব ভাল বন্ধু। তাদের এই গ্রুপ বা গ্যাংয়ের নাম ম্যাডনেস। কোন বন্ধু-বান্ধব তাদের গ্যাং এ নট এলাউড। গ্যাং এর সবাই খুব এডভেঞ্চার প্রিয়। দেশের প্রায় সব জায়গা চুষে বেড়ানো শেষ। তাই প্রথমবারের মত তারা দেশের বাইরে (নেপালে) এসেছে ট্রাভেল করতে। সবাই খুব এক্সাইটেড, হিউজ প্ল্যান সবার মাথায় কি করবে না করবে? নেপালে পা দেওয়ার পর থেকেই ওদের উন্মাদনা শুরু হয়ে যায়- সেলফি তোলা, ছোটাছুটি করা সব কিছুতেই আলটিমেট বাউন্ডলেস ফ্রিডম। এভাবেই গল্পটি এগিয়ে যাবে।
/এটিএম