ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে ক্যাবল টিভি দর্শক ফোরামের শোক


২৩ জানুয়ারী ২০১৯ ০৪:১৭

আহমেদ ইমতিয়াজ বুলবুল

বরেণ্য গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক এবং মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই (ইন্নালিল্লাহি…..রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরাম। বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরামের মহাসচিব শাহাদাৎ হোসেন মুন্না স্বাক্ষরিত এক শোকবার্তায় এই শোক প্রকাশ করা হয়েছে।

শোকবার্তায় বলা হয়েছে, তার মৃত্যুতে ক্যাবল টিভি দর্শক ফোরাম গভীরভাবে শোকাহত। বাংলার এই কিংবদন্তিকে হারিয়ে দেশের সঙ্গীঙ্গাণ একটি ধাক্কা খেল। যে ক্ষতি অপূরণীয়। কেননা তিনি ছিলেন বাংলা গানের এক উজ্জ্বল নক্ষত্র। শোকবার্তায় আরও বলা হয়েছে, দর্শকপ্রিয়তা অর্জনে আহমেদ ইমতিয়াজ বুলবুলের অবদান আজীবন চিরস্মরণীয় হয়ে থাকবে। তার এই শূণ্যস্থান কখনো পূরণ হবার নয়।
আহমেদ ইমতিয়াজ বুলবুলের বিদায়ী আত্নার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জ্ঞাপন করা হয়েছে। শুধু তাই নয়, তার গান জাতি আজীবন স্মরণীয় হয়ে থাকবে বলেও উল্লেখ করা হয়েছে।