শাকিল-শাবনূরের সেই গানে বাপ্পী-অপুর রসায়ন

চিত্রনায়ক শাকিল খান-শাবনূরের ঠোঁটে ‘তোমায় দেখলে মনে হয়, হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়’ গানটি তুমুল জনপ্রিয়তা পায় মতিন রহমান পরিচালিত ‘বিয়ের ফুল’ ছবিতে। গানটি এখনও সমানভাবে জনপ্রিয়। আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা ও সুরে গানটিতে তখন কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রু কিশোর ও কনকচাঁপা।
এবার দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবির জন্য গানটির রিমেক করা হয়েছে। ছবিতে জুটি বেঁধেছেন বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস। নতুনভাবে আকাশের গাওয়া ও সঙ্গীত আয়োজনে গানটিতে এককভাবে ঠোঁট মিলিয়েছেন বাপ্পী। সম্প্রতি নরসিংদীর মাধবধী হেরিটেজ রিসোর্ট-এ গানটির দৃশ্যায়ন হয়েছে। কোরিওগ্রাফিতে ছিলেন হাবিব।
গানটির রিমেক প্রসঙ্গে দেবাশীষ বিশ্বাস বলেন, ছোটবেলা থেকেই ভাবনায় ছিল নির্মাতা হলে এই গানটি রিমেক করবো। আর আমার ছবির সঙ্গে গানটি যায়। দারুণ রোমান্টিক একটি গান। সবমিলে এমন একটি সিদ্ধান্ত নেয়া। আমার মনে হয় গানে বাপ্পী ও অপুর রসায়ন দর্শক পছন্দ করবেন।
বাপ্পী চৌধুরী বলেন, এই গানটি যে কতবার শুনেছি তার হিসেব নেই। এটি আমার প্রিয় গানের মধ্যে এটি একটি। আর চলচ্চিত্রে গানটির রিমেক-এ কোনোদিন কাজ করবো এমনটা ভাবনাতেই ছিল না। এমন একটি জনপ্রিয় গানে পারফর্ম করে ভালো লাগছে। এই গানটি এখনও মানুষের মুখে মুখে রয়েছে। গানের কথাগুলো হৃদয়ে গেঁথে আছে। আমার বিশ্বাস নতুন আয়োজনেও গানটি সবার ভালো লাগবে।
বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবির শুটিং শেষে পথে।
/এটি
শুরবাড়ি জিন্দাবাদ-২, বাপ্পী-অপু