সালমান শাহ'র শ্রদ্ধায় আরজু-পরীমনির ভিডিও

ঢাকাই ছবির সোনালি অতীতের সাক্ষী সালমান শাহ। নব্বই দশকের গোড়ার দিকে ধুমকেতুর মত তার আগমন ঢালিউডে। বলা যায়, সালমান শাহের সব ছবিই ছিল সুপার ডুপার হিট। মাত্র ক’বছরের ক্যারিয়ারে তার ২৭টি ছবি মুক্তি পায়। তার মধ্যে জাকির হোসেন রাজু পরিচালিত ‘জীবন সংসার’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল সালমানের মৃত্যুর ৪১ দিন পর অর্থাৎ ১৯৯৬ সালের ১৮ অক্টোবর। জাকির হোসেন রাজুর লেখা, আবু তাহেরের সুর ও সংগীতে সাবিনা ইয়াসমিন ও আগুনের গাওয়া ‘পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে’ সিনেমার এ গানটি তখন আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছিল।
প্রায় ২২ বছর পর সেই গানকে আবারও নতুনভাবে নতুন সঙ্গীতায়োজনে শামীমুল ইসলাম শামীমের ‘আমার প্রেম আমার প্রিয়া’র ছবির জন্য গাইলেন ইমরান ও খেয়া। এই গানের ভিডিওতে থাকছেন চিত্রনায়ক আরজু ও পরীমনি। নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন আহম্মেদ হুমায়ূন।
বুধবার (৫ সেপ্টেম্বর) অমর নায়ক সালমান শাহকে উৎসর্গ করে এ গানটি ইউটিউবে প্রকাশ করা হয়। গুণী নির্মাতা জাকির হোসেন রাজু বলেন, ‘আমি সত্যিই আজ অনেক বেশি আনন্দিত, গর্বিত। বাইশ বছর আগের গান এই সময়ের উপযোগী করে চমৎকারভাবে গানটি করা হয়েছে। ইমরান এবং খেয়া অসাধারণ গেয়েছেন।
গানটি গাওয়া প্রসঙ্গে ইমরান বলেন, ‘ছোটবেলা থেকেই এই গান অনেক শুনেছি, মঞ্চেও গেয়েছি। এই গান আমি নতুন করে কখনো গাইবো, ভাবিনি। জানি, সাবিনা ম্যাডাম, আগুন ভাইয়ের মতো এত সুন্দর হবে না। তারপরও গানটি আমাদের মতো করে গেয়েছি।’
চিত্রনায়ক আরজু বলেন, ‘যে মানুষটির প্রতি শ্রদ্ধা, ভালোবাসা থেকে চলচ্চিত্রের নায়ক তিনি সালমান শাহ। তার গানে আমি অভিনয় করব, জীবনে এরচেয়ে বড় পাওয়া আর কিছুই হতে পারে না।’
শামীমুল ইসলাম শামীম বলেন, ‘রাজু ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। গানটি আমাকে নতুন করে করতে দিয়ে তিনি বিশাল হৃদয়ের পরিচয় দিলেন।’
আরআইএস