ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


এবার মনোনয়ন দৌড়ে মৌসুমী


১৭ জানুয়ারী ২০১৯ ০৪:২৫

চিত্রনায়িকা মৌসুমী

সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন চিত্রনায়িকা মৌসুমী।

বুধবার (১৬ জানুয়ারি) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার।

এদিকে মঙ্গলবার (১৫ জানুয়ারি)  সকাল ১০টায় দলটির ধানমন্ডি কার্যালয় থেকে মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করার আগ পর্যন্ত এই ফরম বিক্রির কার্যক্রম চলবে বলে জানা গেছে।

আওয়ামী লীগের প্রতিটি ফরমের জন্য নেওয়া হচ্ছে ৩০ হাজার টাকা।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদে প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, বিএনপি ১টি, ওয়ার্কার্স পার্টি ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে ১টি আসন পাচ্ছে।


চিত্রনায়িকা মৌসুমী