ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


কবরী এবার সংরক্ষিত আসনেও ফরম কিনেছেন


১৬ জানুয়ারী ২০১৯ ০১:৩০

ফাইল ফটো

চিত্রনায়িকা ও সাবেক এমপি সারাহ বেগম কবরী এবার সংরক্ষিত নারী আসনের জন্যও ফরম কিনেছেন । সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি প্রতিযোগিতা করার জন্য ঢাকা ১৭ আসনে আওয়ামী লীগ থেকে ফরম তুলেছিলেন তিনি। পরে সে আসনে আ.লীগের মনোনয়ন পান নায়ক ফারুক।

আজ মঙ্গলবার সকাল ১০টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা দক্ষিণ মহিলা আওয়ামী লীগের নেত্রী নার্গিস রহমানকে ফরম দেয়ার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ফরমবাবদ প্রতিজনের কাছ থেকে নেয়া হয় ৩০ হাজার টাকা।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শাসীম, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সদস্য এস এম কামাল, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

/এটিএম


সারাহ বেগম কবরী, আওয়ামী লীগ