রাজধানীতে বিউটি সেলুনের উদ্বোধন করলেন জয়া

দুই বাংলার জনপ্রিয় মডেল-অভিনেত্রী জয়া আহসান। গ্ল্যামার আর অভিনয় গুণে অনেক আগেই দর্শক সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। সেরা চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে পেয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অভিনয় দক্ষতায় ওপার বাংলাতেও তিনি পেয়েছেন নানা সম্মাননা।
শনিবার (১২ জানুয়ারি) শাহনাজ হোসাইন ফ্রাঞ্চাইজি স্যালুনের নতুন শাখা উদ্বোধন করেন জয়া আহসান। রাজধানীর গুলশান-১ অবস্থিত নতুন এই শাখার উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পার্লারটির কর্ণধার আয়শা সিদ্দিকা রোশনি, বিউটিশিয়ানসহ সকল কর্মচারীরা।
এ সময় জয়া আহসান স্যালুনটি ঘুরে দেখেন। এই পার্লার থেকে জয়া আহসানকে আজীবন প্রসাধনী সেবা প্রদান করা হবে বলে জানান আয়শা সিদ্দিকা রোশনি।
জয়া আহসান বলেন, ‘এমন একটি স্যালুনের যাত্রা শুরু করার জন্য আয়শা সিদ্দিকা রশ্মিকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমাদের এখানে এমন একটি স্যালুনের দরকার ছিল। আমার মনে হয়, আমাদের এখানে এটি খুবই গুরুত্বপূর্ণ। আমি ব্যক্তিগতভাবে শাহনাজ হোসাইনের ভীষণ ভক্ত। এর অন্যতম কারণ হচ্ছে হারবাল প্রোডাক্টস। আমি হারবাল প্রোডাক্টসে আস্থা রাখি।’
প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন জয়া আহসান। সম্প্রতি তার অভিনীত ও প্রযোজিত ‘দেবী’ সিনেমাটি মুক্তি পায়। মুক্তির পর সিনেমাটি বেশ প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি চলতি বছরের শুরুতেই বাংলাদেশে মুক্তি দেওয়া হয়েছে জয়া অভিনীত বিসর্জন সিনেমাটি।
/এটিএম
জয়া আহসান, শাহনাজ হোসাইন ফ্রাঞ্চাইজি স্যালুন, উদ্বোধন