নির্মাতা জে.এস. মিশুর ‘বড় জামাই’ নিরব

সম্প্রতি ঢাকা এবং পূবাইলের বিভিন্ন মনোরম লোকেশনে ‘বড় জামাই’ নামের একটি খন্ড নাটক নির্মান হয়েছে। নাটকটি রচনা ও পরিচালনা করেছে নির্মাতা জে.এস. মিশু। ক্যারিয়ারের শুরু থেকে একটু ভিন্নধাচের নাটক নির্মান করে আসছে এ নির্মাতা। ‘বড় জামাই’ সম্পুর্ন একটি কমেডি নাটক এবং বড়জামাই নাটক নির্মানের মাধ্যমে এ নির্মাতা কমেডি ঘরানার নাটক নির্মান শুরু করলেন।
নাটকের গুরুত্বপূর্ন একটি চরিত্রে অভিনয় করেছেন এ সময়কার ব্যস্ততম ও জনপ্রিয় মডেল এবং চলচিত্র অভিনেতা নিরব। কমেডি ধাঁচের এই নাটকের গল্পটি গড়ে উঠেছে একটি পরিবারকে কেন্দ্র করে। এই নাটকে বাহার চরিত্রে অভিনয় করেছে নিরব, আর বিনার চরিত্রে অভিনয় করেছে অ্যানি খান। বাহার এমনই একটি চরিত্র যে, প্রচুর রাগি, একরোখা,এবং প্রচুর কৃপণ এবং বিনার চরিত্র সম্পুর্ন বিপরীত। বাহার প্রচুর পরিমানে কৃপন থাকে যার কারনে সবাই তাকে কিপ্টা বাহার বলে ডাকে। এবং এই বিষয়গুলো মেনে নিতে পারে না তার স্ত্রী বিনা। কিন্তু বাহার যে, কৃপনতা করে সেটার পেছনে রয়েছে একটি হৃদয় বিদারক ঘটনা। সেই হৃদয় বিদারক ঘটনা আসলে কি সেট জানতে হলে দর্শককে অবশ্যই অপেক্ষা করতে হবে। বাহার ও বিনা অর্থাৎ নিরব ও অ্যানি এর উপর ভিত্তি করে গড়ে উঠেছে গল্পটি। গল্পের সাথে মিল রেখেই নাটকের নামকরন করা হয়েছে ‘বড় জামাই’। তবে নাটকটিতে শিক্ষনীয় কিছু দিক রয়েছে যা দর্শককে অনেক আকৃষ্ট করবে নাটকটি বার বার দেখার জন্য।
নির্মাতা জে.এস.মিশু নাটকটির গল্প নিয়ে আপাতত পুরোপুরি ভাবে মুখ খুলতে চাননা তবে তার মতে নাটকটির গল্প নির্মান সবকিছু খুবই ভাল ছিল এবং নির্মাতা আরো জানান যে তিনি খুব বেশি কাজ করতে চান না, তবে যে কাজগুলো তিনি করবেন অবশ্যই কোয়ালিটি সম্পন্ন এবং ভালো গল্পের কাজ, যেটা থেকে দেশ, রাষ্ট্র, সমাজ, এবং দর্শক ভালো কিছু শিখতে পারবে। ভালো গল্পের কাজ গুলো অনুপ্রেরনার হাতিয়ার হিসাবে কাজ করবে। নাটকটিতে নিরবের বিপরিতে অভিনয় করেছে জনপ্রিয় মডেল ও অভিনেত্রি এ্যানি খান। আরো অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফারজানা রিকতা, আনন্দ খালেদ, অনুভব, রাসেদ খান, খলিলুর রহমান কাদেরি, হাসিমুন, রাশেদ খাঁন, জাকিয়া আফরোজ, মৌসিখা খান আরো অনেকে। নাটকটি প্রযোজনা করেছে আরকে প্রডাকশন। নাটকটি খুব শিগগিরি এনটিভিতে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।
জে.এস. মিশু উল্লেখ যোগ্য কাজ গুলোর মধ্যে হলো পাওয়া না পাওয়া ভালোবাসা, হারিয়ে ফেলা ভালোবাসা, কিছু কিছু বৃষ্টি মানুষকে ভেজায় না, রবিন্দ্রনাথের সমাপ্তি, ভালোবাসার লুকানো অনুভুতি, একটি নিষিদ্ধ ভালোবাসার গল্প, তোমার আমার ভালোবাসার গল্প, নাটকগুলো বেশ দর্শক জনপ্রিয়তা পেয়েছে।
/এটিএম