ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


বিবারকে ভুলতে না পারার কষ্টে সেলেনা


৩১ আগস্ট ২০১৮ ১৭:২৫

প্রায় ৭ বছর চুটিয়ে প্রেম করেছেন মার্কিন পপ তারকা সেলেনা গোমেজ ও জাস্টিন বিবার। সেলেনা এখন পর্যন্ত যতগুলো সম্পর্কে জড়িয়েছেন তাদের মধ্যে জাস্টিন বিবারের নামই রয়েগেছে তার হৃদয়ে।

জানা যায় সেলেনার সঙ্গে বিবারের সম্পর্কের শেষবারের মত বিচ্ছেদের পর বিবার তার নতুন সঙ্গিনীর সাথে রয়েছেন।

তবে এদিকে কষ্টে রয়েছেন সেলেনা। বিবারের সঙ্গে কাটানো প্রিয় মুহূর্তগুলো মনে করেই এখন সময় পার করছেন তিনি।

আরআইএস