শাকিবের হাত ধরে এবার রোদেলা

সংবাদ পাঠিকা থেকে শাকিবের হাত ধরে চলচিত্রে পা দিয়েছেন শবনম বুবলি। শাকিব-বুবলী জুটি দর্শকরা বেশ ভাল ভাবেই নিয়েছে। তার রেশ না কাটতেই শাকিবের আরেক আবিষ্কার রোদেলা জান্নাত। শাকিব খানের নতুন চলচ্চিত্র ‘শাহেন শাহ’ দিয়েই ডালিউডে অভিষেক হচ্ছে রোদেলার।
সম্প্রতি সিনেমাটির মহরতে পরিচয় করিয়ে দেওয়া হয় ছবির নবাগত নায়িকা রোদেলা জান্নাতকে। ছবিতে নায়িকা হিসেবে আরও থাকছেন নুসরাত ফারিয়া। দুই নায়িকার বিপরীতে অভিনয় করবেন শাকিব খান। ছবিটি পরিচালনা করবেন শামীম আহমেদ রনি।
নতুন নায়িকা রোদেলার সঙ্গে কথা হয় সাংবাদিকদের। তিনি জানান, তাঁর আগ্রহ, আর শাকিব খানের সহযোগিতায় তিনি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হচ্ছেন। রোদেলা বলেন, ‘আমি চলচ্চিত্রে কাজ করবো সেটা চিন্তা করিনি। কিন্তু কুয়ালালামপুরে শাকিব খানের সাথে আমার পরিচয় হবার পর ঢাকায় এসে দেখা করি। আমাকে তিনি চলচ্চিত্রে কাজ করার কথা বলেন। তখন তিনি আমাকে বলেন, একটু গ্রুমিং করলেই ভালো কিছু করতে পারবো। তারপর আমি একটা সময় বাসায় গ্রুমিং শুরু করি। আয়নার সামনে আমি অনুশীলন শুরু করি। অবশ্য ছোটবেলা থেকেই আমি নাচ করছি।’
ছবির পরিচালক শামীম আহম্মেদ রনি বলেন, ‘আমরা এরই মধ্যে ছবির দুটি রোমান্টিক গানের শুটিং শেষ করেছি ব্যাংককে। ঈদের আগে সেই শুটিং করা হয়েছে। সেখানে অংশ নিয়েছেন শাকিব খান ও নুসরাত ফারিয়া। আগামী ১১ তারিখ থেকে আমরা কক্সবাজারে শুটিং করবো। সময় উপযোগী একটি গল্প নিয়ে আমরা কাজটি করছি। আশা করি আগের ছবিগুলোর মতো এই ছবিটিও দর্শক পছন্দ করবেন।’
এসএ