সাফার ‘ভালোবেসে যাও’

নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে জনপ্রিয় মুখ সাফা কবির। গত বছর বেশকিছু নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। নতুন বছরের জন্য সম্প্রতি নতুন একটি নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকের নাম ‘ভালোবেসে যাও’।
নাটকটি নিয়ে সাফা কবির বলেন, দারুণ একটি গল্পের নাটক এটি। রচনা করেছেন আওরঙ্গজেব। আর পরিচালনা করেছেন হাবিবুর রহমান হাবিব। আমার বিপরীতে তৌসিফ মাহবুব অভিনয় করেছেন। রোমান্টিক গল্পের এ নাটকটি দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি।
আরটিভিতে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচার হবে। আর একই দিনে রাত ৯টায় জেএমআর-এর ইউটিউব চ্যানেলে এটি প্রচার হবে।