রুবেলের মিউজিক ভিডিও 'একটা মানুষ' এ ইমন খান ও নওমি খান

সম্প্রতি এ ভি অাই ব্যানারে নির্মিত হয়েছে- ‘একটা মানুষ’। গীতিকার ও সুরকার প্লাবন কোরাইশি। কম্পোজিসন করেছেন মুসফিক লিটু ।আর এতে কন্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী ইমন খান। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন পরিচালক এস এম রুবেল রানা।
মিউজিক ভিডিও মডেল হিসাবে ইমন খানের বিপরীতে ছিলেন নওমি খান। পরিচালক এস.এম রুবেল রানা বলেন- এই গানটি দারুন একটা গল্প দিয়ে শুটিং শেষ করলাম মিউজিক্যাল ভিডিও "একটা মানুষ" ভিন্ন রুপে অাসছে।উওরায় বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে।
গানটিতে ভিন্নতা খুজে পাওয়া যাবে। মডেল নওমি খান তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, রুবেল ভাই ও ইমন খানের সঙ্গে এটা আমার প্রথম কাজ রসায়নটা দারুন হয়েছে। তবে সেটা আমি বললেতো আর হবে না, আশা করছি দর্শক-শ্রোতারাও আমার সঙ্গে একমত হবেন।