সালমান আলী জিতল ‘ইন্ডিয়ান আইডল ১০' এর খেতাব

সালমান আলী ২০১৮ সালের ইন্ডিয়ান আইডলের সেরার মুকুট জিতলেন । আঙ্কুশ বারডাওয়াজ প্রথম রানারআপ হয়েছেন ও দ্বিতীয় রানারআপ নীলাঞ্জনা রায় ।
রবিবার দিবাগত রাত ১২টায় সেরার নাম ঘোষণা করে ভারতের সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে প্রচারিত গানের জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল-১০ ।
বিচারক ছিলেন নেহা কাক্কর ও বিশাল দাদলানি । তারা ইন্ডিয়ান আইডল-১০ হিসেবে সালমান আলীর নাম ঘোষণা করেন । তার এই ইন্ডিয়ান আইডল-১০ শিরোপা জিতার পিছনে ছিল আড়াই কোটি ভোটারের ভোট ।
তার মূল্য হিসেবে সালমান আলী পেয়েছেন ২৫ লাখ রুপির চেক ও গাড়ি উপহার ও চ্যাম্পিয়ন ট্রপি ।যারা প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছেন পাঁচ লাখ টাকার চেক পেয়েছেন । অপরদিকে টপ ফাইভের জন্য দুই প্রতিদ্বন্দ্বী নীতেন কুমার ও বিভোর পারাসারের পান তিন লাখ রুপির চেক ।