ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


৩০ ডিসেম্বর অপারেশন টেবিলে থাকবে :কাজী হায়াত


২৫ ডিসেম্বর ২০১৮ ০১:২৫

ফাইল ফটো

বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াত অসুস্থ আছেন । উন্নত চিকিৎসার জন্য শনিবার রাত ১০ টায় যক্তরাষ্ট্রে পাড়ি দেন । বিষয়টি তার সন্তান কাজী মারুফের ফেসবুক লাইভে এসে তিনি শেয়ার করে ।

এসময় তিনি বলেন, জানি না চিকিৎসা কেমন হবে? এ রোগের কথা আগে কোন দিন শুনিনি । রোগটা হলো আমার ঘাড়ের রক্ত চলাচলের যে রগটি আছে তা বন্ধ হয়ে গেছে । তার সাথেও মাথার রক্ত চলাচলের পথটিওবন্ধ হয়ে গেছে।

আমাদের দেশে এ রোগের চিকিৎসা হয় না । আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালোভাবে ফিরতে পারি । হয়তো যেদিন আপনারা ভোট দেবেন, সেদিন আমাকে নিউ ইয়র্কে অপারেশন টেবিলে থাকতে হবে ।

 

তিনি দেশবাসীর উদ্দেশ্য বলেন, প্রিয় দেশবাসী এবং আমার ভক্তবৃন্দ । সারা দেশে আমার হাজারও ভক্ত ছড়িয়ে আছে । আমাকে অনেকে ভালোবাসেন, শুভকামনা চান ও ফোনও করেন । মাঝে মাঝে বিরক্ত হই কিন্তু আমি জানি তাদের ভালোবাসা কোন কমতি নেয় । ঢাকার বিমানবন্দরে বসে এই কথাগুলো আপনাদের উদ্দেশ্য বলছি ।

 

তিনি আরও বলেন , আমি যে দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছি । এই দেশকে আমি ভালোবাসি। এই দেশের কথা আমি সিনেমায় সবসময়ই বলে আসছি । দেশের প্রতিটি ভুলগুলো আমার ছবিতে তুলে ধরার চেষ্টা করেছি ।

আমি হারিয়ে যেতে চায় না আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই । আমি আবার ভাল হয়ে আপনাদের মাঝে ফিরে আসবো । এ দেশের মাটিতে নেমে বলব পদ্মা সেতু দিয়ে গ্রামের বাড়ি যেতে চায় ।

এই গুণী নির্মাতা কাজী হায়াত দীর্ঘ কয়েক বছর ধরেই হার্ট ও শরীরের বিভিন্ন অসুখে ভুগছেন । এর আগে তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য গিয়ে ছিলেন । অবস্থা আরও খারাপ হওয়ায় আবার গেলেন যুক্তরাষ্ট্রে ।


এসময় তিনি আমজাদ হোসেনের চলে যাওয়া প্রসঙ্গ বলেন , আমজাদ হোসেন চলে গেল , আমার খুব প্রিয় মানুষ ছিল । তার জন্য দোয়া করি।