ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


চার দিন বন্ধ থাকবে সেন্টমার্টিন


২৪ ডিসেম্বর ২০১৮ ২১:৫৮

ফাইল ফটো

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বাকি ছয় দিন । নিরাপত্তার কথা চিন্তা করে ২৮ তারিখ থেকে ৪ দিন কক্সবাজারের সেন্টমার্টিন ভ্রমণ নিষিদ্ধ করেছে । এ সময় এই নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচলও বন্ধ থাকবে বলে জানা যায়  ।

শনিবার কক্সবাজার জেলা প্রশাসন নিরাপত্তার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নিয়েছে  । এ বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ।

 

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান জানান , শুধু নিরপত্তার কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে । টেকনাফ-সেন্টমার্টিন রুটে ২৮ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত পর্যটকবাহী কোন জাহাজ চলাচল করবে না ।

 

ইতিমধ্যে প্রশসনের পক্ষ থেকে সেন্টমার্টিনের হোটেল মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমানকে এ বিষয়ে জানানো হয়েছে । রাষ্ট্রীয় সুবিধার কথা মাথায় রেখে বিষয়টিকে গুরুত্ব দেয়া দরকার এতে সামান্য ক্ষতিও হতে পারে । এটি একটি উত্তম সিদ্ধান্ত বলা যায় ।

 

অপরদিকে টেকনাফ অঞ্চলের পরির্দশক মোহাম্মদ হোসেন বলেন, প্রশাসন থেকে জাহাজ চলাচল বন্ধ রাখার বিষয়টি তাদের অবগত করা হয়েছে ।

এফ,আর