মা -বাবার পাশেই সমাহিত আমজাদ হোসেন

কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, চিত্রনাট্যকার, অভিনয়শিল্পী, লেখক এবং জামালপুরবাসীরা আমজাদ হোসেনকে শেষবারের মতো ফুল দিয়ে শ্রদ্ধা জানায় । আজ সকালে তাঁর মরদেহ জামালপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে নেওয়া হয় । অল্প কিছু সময়ের মধ্যে ঢল নামে হাজারো মানুষের ।
এ সময় জামালপুর জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, জামালপুর পৌরসভা, জামালপুর প্রেসক্লাব, জামালপুর উচ্চবিদ্যায়, ভাষাসৈনিক মতি মিয়া ফাউন্ডেশন, উদীচী, ভাষা ও মুক্তিসংগ্রাম গবেষণা কেন্দ্রসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন আমজাদ হোসেনের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ।
সেখানে তার দুই ছেলে সাজ্জাদ হোসেন দোদুল ও সোহেল আরমান এবং আমজাদ হোসেনের স্বজনদের দেখা যায় ।
তার শেষ জানাজা জামালপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে হয় । পরে তাকে জামালপুর পৌর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে আমজাদ হোসেনকে সমাহিত করা হয় ।
গত শনিবার রাতে ঢাকা থেকে লাশবাহী গাড়িতে করে জামালপুর পৌর শহরের ইকবালপুরে নিজ বাসভবনে তার মরদেহ আনা হয় । এ ঘটনায় শুনার পর এলাকাবাসীসহ বিভিন্ন রাজনৈতিক নেতা–কর্মী ও সামাজিক সংগঠনের লোকজন ভিড় জমান তার বাসাতে । অনেকে শেষ বারের মত দেখতে আস ।
গত ১৪ ডিসেম্বর দুপুরে ব্যাংককে তিনি মারা যান । এসময় তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর ।
এফ, আর