যাত্রার মাঝপথে এ কেমন চুম্বন!

বাঙালি রেহা চক্রবর্তী ও বরুণ মিত্র ট্রেনের মধ্যে থেকে জানালা দিয়ে অর্ধেক শরীর বের করে বরুণের ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন খাচ্ছে। আর অন্য দিকে ট্রেনের জানালার পাশে মনে হচ্ছে সেই চুম্বনের স্বাধ গ্রহন করছেন।
তবে বিষয়হলো প্রকাশ্যে এল মহেশ ভাট প্রযোজিত আগামী ছবি 'জলেবি: দ্যা এভরিথিং টেস্ট অফ লাভ'-এর পোস্টার এটা। ছবির প্রথম পোস্টারেই বোল্ড দৃশ্যে ধরা দিয়েছেন বরুণ ও রেহা। এই ছবির মাধ্যমেই বলিউডে পা রাখতে চলেছেন তারা।
মহেশ ভাটের 'বিশেষ ফিল্মস' প্রযোজিত এই ছবিটির পরিচালনা করছেন পুষ্পদীপ ভরদ্বাজ।
পোস্টারে যদিও রেহা চক্রবর্তীর মুখ দেখা যাচ্ছে না। ছবির পোস্টারটি নিজেই টুইট করেছেন মহেশ ভাট। লিখেছেন, '' পরিবর্তীত এই পৃথিবীতে সমস্ত পুরনো গল্প নষ্ট হয়ে যাচ্ছে, তবে পরিবর্তে সেভাবে নতুন কোনও চিরন্তন প্রেমের গল্প সেভাবে আসছে না। এখানে রইল 'জলেবি'র পোস্টার''।
আরআইএস