আজ সিয়ামের হলুদ সন্ধ্যা

দীর্ঘদিনের প্রেমিকা সাম্মা রুশাফি অবন্তীর সাথে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। শনিবার (১৪ ডিসেম্বর) সিয়ামের নিজ বাসায় অনুষ্ঠিত হচ্ছে পাত্র পক্ষের হলুদ অনুষ্ঠান। যেখানে থাকছে সিয়ামের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা।
শনিবার (১৫ ডিসেম্বর) ঘরোয়া আয়োজনে সিয়ামের হলুদ অনুষ্ঠিত হচ্ছে।
রোববার (১৬ ডিসেম্বর) দুই পরিবারের সদস্যদের উপস্থিতে আকদ অনুষ্ঠিত হবে। আগামী বছরের মার্চে বেশ বড় আয়োজনে তাদের বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হবে।
জানা যায়, অবন্তীর সঙ্গে সিয়ামের প্রায় ১০ বছরের প্রেম। অবন্তী একটি ই-কমার্স প্রতিষ্ঠানে জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
চলতি বছর রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন ২’ সিনেমার মধ্য দিয়ে সিয়ামের বড় পর্দায় অভিষেক ঘটে। এছাড়া সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তার তৃতীয় সিনেমা ‘দহন’ও বেশ আলোচনায় রয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে তৌকীর আহমেদ পরিচালিত সিয়ামের ‘ফাগুন হাওয়া’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।