‘হায়দার’ ছবির কিশোর অভিনেতার গুলি বিনিময়ে মৃত্যু

বলিউড অভিনেতা সাকিব বিলাল নামের এক কিশোর সম্প্রতি কাশ্মীরে সেনার গুলিতে মারা গেছেন।
এই কিশোরই অভিনয় করেছিলেন পরিচালক বিশাল ভরদ্বাজ ও শহিদ কাপুরের ছবি ‘হায়দার’-এ ৷
জানা যায়, জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবাতে যোগ দিয়েছিল সাকিব ও তার বন্ধু।
একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, কয়েকদিন আগে শ্রীনগরের বান্দিপাড়ায় সেনাদের সঙ্গে গুলি বিনিময়ে মৃত্যু হয় দুই কিশোরের ৷
যার মধ্যে একজন হলেন সাকিব বিলাল ৷ এই সাকিব বিলালকেই ‘হায়দার’ ছবিতে ছোট্ট চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল৷
সাকিব একাদশ শ্রেণীতে বিজ্ঞান নিয়ে পড়ছিল সাকিব বলে জানা গেছে৷
মাধ্যমিকের সিক্সে থাকার সময়ই অভিনয় করেছিলেন‘হয়দার’ছবিতে ৷
নিরপত্তা বাহিনী গোপন সূত্রে খবর পেয়ে সাকিবকে ধরতে অভিযান চালায়।
সীমান্তে সেনার সঙ্গে গুলি বিনিময়েই মারা যায় সাকিব।