নতুন একটি বিজ্ঞাপনে কাজ করলেন হিমি

জান্নাতুল সুমাইয়া হিমি বর্তমানে নাটক ও টেলিফিল্মের পাশাপাশি ব্যস্ত রয়েছেন নাচের বিভিন্ন শো নিয়ে। সেইসঙ্গে ব্যস্ত রয়েছেন এনটিভির সিনেমার গান নিয়ে অনুষ্ঠান ‘রূপালী পর্দার গান’ এর উপস্থাপনা নিয়েও।
এসব কাজের ফাঁকেই মাঝে মধ্যে তাকে দেখা যায় বিজ্ঞাপনেও। তারই ধারাবাহিকতায় নতুন একটি বিজ্ঞানের কাজ করলেন তিনি। সম্প্রতি মানিকগঞ্জে এ বিজ্ঞাপনের কাজ শেষ করেন হিমি। রিন পাউডারের এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন রানআউট ফিল্মসের মাহমুদুল হাসান আদনান। হিমি বলেন, ভালো প্রোডাক্ট এবং কনসেপ্ট পেলে বিজ্ঞাপনে কাজ করতে আগ্রহী হই।
একটা গ্রামের গল্পকে কেন্দ্র করে নতুন এই বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়েছে। এখানে আমার চরিত্রের নাম থাকে আলো যে কিনা গ্রামের মানুষদের আলো দেখায়। কাজটি করে খুবই ভালো লেগেছে। খুব শিগগিরই বিজ্ঞাপনটি প্রচারে আসবে বলে জানা যায়।