অক্ষয় কুমার : কৃষক-সেনা সবার

মানবিক দিক থেকে বলিউডে সবার থেকে এগিয়ে সুপাস্টার অক্ষয় কুমার।
কৃষক থেকে সেনা সদস্য সবার বিপদে এগিয়ে আসেন তিনি।
যদিও এই সব তিনি কোন সময় তুলে ধরতে চান না।
কয়েকদিন আগে ভারত-পাকিস্তান সীমান্তে নিহত বারো সেনা সদস্যের পরিবারকে এক কোটি রুপির বেশি সাহায্য দিয়েছেন অক্ষয়।
অক্ষয় কুমার সব মিলিয়ে গেল তিন বছরে অন্তত পাঁচ কোটি রুপি সেনা তহবিলে দিয়েছেন।
গেল বছর চেন্নাইয়ের ভয়াবহ বন্যায় তামিলনাড়ুর বন্যাদুর্গতদের জন্যও অক্ষয় এক কোটি রুপি সাহায্য দেন।
আবার বলিউড অভিনেতা সালমান খানের ফাউন্ডেশন বিয়িং হিউম্যানে অনুদান দিয়েছেন ৫০ লাখ রুপি।
এদিকে প্রতিবছরই মহারাষ্ট্রে খরা হয়।
কাঙ্ক্ষিত ফসল না পেয়ে আত্মহত্যা করে অনেক কৃষক।
আত্মহত্যা করা ১৮০টি কৃষক পরিবারকে অক্ষয় কুমার দিয়েছেন কোটি রুপির বেশি।
গেল দুই বছর নিয়ম করে এই অর্থ দিয়েছেন অভিনেতা।
সব কিছু বিবেচনায় অক্ষয় কুমারের মানবিকতা এক অনন্য উচ্চতায় পৌছেছে।