সম্প্রতি সময়ে খোলা মেলা পোশাকে ফটোশুটে অংশ নিয়ে বেশ আলোচনায় এসেছেন মডেল ও অভিনেএী সোনিয়া খাঁন লিসা

২০১৭ সালের ৭ই জুলাই ঈগল মিউজিকের ব্যানারে মুক্তি পাওয়া নাহিন এহসানের প্রথম এ্যালবাম নাহিন এক্সপ্রেস (Nahin Xpress) টাইটেল ট্র্যাক (খোলা চিঠি) গানের মিউজিক ভিডিও এর জন্য চূক্তি বদ্ধ হলেন শিল্পী নাহিন এহসান ও লিসা ।
এছাড়াও সোনিয়া খাঁন লিসা বলেন; খোলা চিঠি গানটি বেশ ভালো লেগেছে। তাই এ গানটিতে কাজ করতে বেশ আগ্রহী। " খুব শিগগিরই ঢাকার বাহিরে গানটির শুটিং শুরু হবে । তিনি আরও বলেন; "খোলা চিঠি" ছাড়াও নতুন করে ৭টি মিউজিক ভিডিওতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছি।।আরো ৮টি গানের মিউজিক ভিডিওতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হবো।
লিসা আরো নতুন আরো কয়েকটি প্রোডাকশন হাউজের সাথে আলাপ চলছে যারা তাকে নিয়ে নিয়মিত কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। এ সময়ে লিসা মিউজিক ভিডিও সহ বিজ্ঞাপনের কাজ নিয়ে ব্যাস্ত সময় পার করছেন। ক্যাপশন: সোনিয়া খাঁনের হাতে এক ডজন মিউজিক ভিডিও