পর্ন তারকা সানি লিওনের নতুন ভিডিও

পর্ন তারকা থেকে বলিউডে পা রেখেছেন বহু আগেই। একের পর এক ব্যবসায় সফল সিনেমায় অভিনয় করে থিতু হয়েছেন সানি লিওন। তবে বলিউডের ছবিগুলোতেও তার আবেদন কম নয়। যতগুলো সিনেমাতে কাজ করেছেন প্রায় সবগুলো সিনেমাতেই খোলামেলা অভিনয় করে দর্শকের মন জয় করেছেন। অংশ নিয়েছেন বেশ কিছু আইটেম গানে। বর্তমানে নতুন আরও কয়েকটি ছবির কাজ করছেন সানি।
বর্তমানে অসহায় নারী ও শিশুদের নিয়ে কাজ করছেন সাবেক এই পর্ন তারকা। সম্প্রতি এ বিষয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। আর সেই ভিডিওতে একটি বার্তা দিয়েছেন সবার জন্য। অসহায় নারী ও শিশুদের জন্য কাজ করছেন। তাদের জন্য ফান্ড গঠনের কাজেও তিনি অংশ নেন। এরই ধারাবাহিকতায় ভিডিওটি প্রকাশ করেন আবেদনময়ী এ নায়িকা।
প্রকাশিত ভিডিওতে সানি বলেন, ভারতে অসহায় নারী ও শিশুর সংখ্যা অসংখ্যা। এসব নারী ও শিশুরা তাদের মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু তাদের পাশে দাঁড়ানোর তেমন কেউ নেই। তাদের সাহায্য-সহযোগিতা বেশি প্রয়োজন। সেটা হলে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। সবার কাছে আমার একটাই অনুরোধ, সাধ্য অনুযায়ী এসব নারী ও শিশুদের পাশে দাঁড়ান। এটা মানুষ হিসেবে আমাদের কর্তব্য।
এমএ