ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


দর্শকদের মাতাতে আবেদনময়ী এই নায়িকা


৬ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৪৬

‘দিল সে’ সিনেমার ‘ছাঁইয়া ছাঁইয়া’ গানটা শুনলে হয়তো শ্রোতা দর্শকদের এখনো বডি কাঁপায়। আর যেখানে শাহরুখ খান থাকে সেখানে কোন কথাই নেই। তবে তার থেকেও বেশি বোধহয় অনস্ক্রিন নজর কেড়েছিলেন হট গার্ল মালাইকা আরোরা।

‘দিল সে’ সিনেমার ‘ছাঁইয়া ছাঁইয়া’ দিয়েই শুরু তার পথচলা। পরে বহু ছবিতে নাচের স্টেপে মাতিয়েছেন তরুন দর্শকদের। ফের তিনি ফিরছেন সিনে পর্দায়। সৌজন্যে বিশাল ভরদ্বাজের পরিচালনায় আসন্ন ছবি ‘পটাকা’।এ বার ‘পটাকা’র অপেক্ষা। ইতিমধ্যেই সে ছবির নাচের একটি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠিয়েছেন মালাইকা। কালো ঘাগরা-চোলিতে তাঁর লুক ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের।

গণেশ আচারিয়ার কোরিওগ্রাফিতে মালাইকা ফের জমিয়ে দেবেন বলেই মনে করছেন দর্শকদের একটা বড় অংশ। সব কিছু ঠিক থাকলে আগামী ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি।

আরআইএস