ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


ইন্ডাস্ট্রি বাঁচাতে আমাকেই যুদ্ধ করতে হবে


৬ সেপ্টেম্বর ২০১৮ ১৫:১৫

‘শাহেন শাহ’ শিরোনামের নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খান। ছবির নাম ভূমিকায় থাকছেন শাকিব নিজেই।

বুধবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ও‌য়ে‌স্টি‌নে জমকা‌লো আ‌য়োজনে অনু‌ষ্ঠিত হ‌য়ে গেল ছ‌বি‌টির মহরত।‌

এই সিনেমায় প্রথমবারের মতো শাকিব খানের নায়িকা হচ্ছেন নুসরাত ফারিয়া। ‘শাহেনশাহ’য় অভিনয় করতে পেরে তিনি বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন।

মহরত অনু‌ষ্ঠানে প্রথমেই শাকিব বলেন, ‘দিন শেষে আমি বাংলাদেশেরই নায়ক। এ দেশ আমার, এই ইন্ডাস্ট্রি আমার। তাই ইন্ডাস্ট্রিকে বাঁচাতে আমাকেই যুদ্ধ করতে হবে। কেউ বলুক আর না বলুক, আমি আমার কর্তব্য ঠিক মতোই পালন করে যাচ্ছি’।

‘শাহেনশাহ’ প্রসঙ্গে শাকিব খান বলেন, দেশের অনেক গুণী ও কিংবদন্তি শিল্পী নিয়ে এবং অনেক উন্নত প্রযুক্তির মাধ্যমে এই সিনেমাটি করা হচ্ছে। এ কারণে প্রযোজনা সংস্থা ও পরিচালক প্রশংসার দাবিদার।

সি‌নেমা‌টি নির্মাণ কর‌বেন মেন্টালখ্যাত শামীম আহ‌মেদ র‌নি। এতে প্রথমবারের মতো তার সাথে জুটিবেঁধে অভিনয় করবেন নুসরাত ফারিয়া। সবই ঠিক। ত‌বে মহর‌তের প্রধান চমক ছিল নতুন না‌য়িকার প‌রিচয়পর্ব। এই সি‌নেমা শা‌কি‌বের আ‌রেক না‌য়িকা হি‌সে‌বে থাক‌ছেন রো‌দেলা জান্নাত। ‌নির্মাতা শামীম আহ‌মেদ র‌নি তার নাম ঘোষণা ক‌রেন।‌

‘শাহেন শাহ’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান জানান, কক্সবাজারে আগামী ১১ সেপ্টেম্বর এই সিনেমার শুটিং শুরু হবে।

সে সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কিংবদন্তি অভিনেতা উজ্জ্বল, তারিক আনাম খান, নুসরাত ফারিয়া, অমিত হাসান, নানা শাহ্, ডন, ডিজে সোহেল, রেবেকাসহ প্রমুখ।