যেসব প্রেক্ষাগৃহে দেখবেন ‘দহন’

শুক্রবার (৩০ নভেম্বর) সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে সিয়াম-পূজা অভিনীত চলতি বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘দহন’। ঈদ-উল-আজহায় ‘দহন’ মুক্তি পাবার কথা ছিল। কিন্তু কারিগরি কাজ ভিএফএক্স ও এডিটিংর জন্য তাড়াহুড়া করতে চায়নি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
সিনেমায় সিয়ামকে একজন নেশাগ্রস্ত যুবক আর পূজাকে একজন গার্মেন্টস কর্মীর চরিত্রে দেখা যাবে। আর ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম অভিনয় করেছেন একজন সাংবাদিকের চরিত্রে।
রায়হান রাফি পরিচালিত এই সিনেমায় সিয়াম-পূজার পাশাপাশি বাঁধনের অভিনয় কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি সিনেমাটি ছেড়ে দেন। এরপর জনপ্রিয় নায়িকা পূর্ণিমা অভিনয় করবেন বলে শোনা যায়। সবশেষ সেই সাংবাদিক চরিত্রে অভিনয় করেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম।
যেসব প্রেক্ষাগৃহে দেখবেন ‘দহন’: স্টার সিনেপ্লেক্স – বসুন্ধরা সিটি,ঢাকা ( ১১:০০, ১:৫০ , ৪:৩০, ৭:১০), ব্লকবাস্টার সিনেমাস – যমুনা ফিউচার পার্ক(১১:৩০, ২:১৫, ৫:০০,৭:৪০), শ্যামলী সিনেমা – ঢাকা( ১২:০০, ২:৪০, ৫:৩০, ৮:০০), মধুমিতা সিনেমা- ঢাকা, বলাকা সিনেওয়ার্ল্ড – ঢাকা, চিত্রামহল সিনেমা – ঢাকা, রানীমহল সিনেমা–ডেমরা, সিলভার স্কিন – চট্টগ্রাম ( শুক্রবার: ২:০০, ৪:১৫, শনিবার থেকে বৃহস্পতিবার ২:৩০, ৪:৩০), চম্পাকলি সিনেমা – টঙ্গী, বর্ষা সিনেমা –জয়দেবপুর, নিউ মেট্রো সিনেমা – নারায়ণগঞ্জ, সেনা সিনেমা – সাভার, মনিহার সিনেমা – যশোর, নন্দিতা সিনেমা – সিলেট, ছায়াবাণী সিনেমা – ময়মনসিংহ, আলমাস সিনেমা – চট্টগ্রাম, সনিয়া সিনেমা – বগুড়া, রুপকথা সিনেমা – পাবনা, মর্ডান সিনেমা – দিনাজপুর, অভিরুচি সিনেমা – বরিশাল, লিবার্টি সিনেমা- খুলনা, রাজ সিনেমা – কুলিয়ারচর, মম-ইন–বগুড়া, কেয়া সিনেমা – টাঙ্গাইল, মধুমতি সিনেমা- ভৈরব, শংখ সিনেমা – খুলনা, শাপলা সিনেমা – রংপুর, চন্দ্রিমা সিনেমা – শ্রীপুর, আলমডাঙ্গা সিনেমা- আলমডাঙ্গা, অনামিকা সিনেমা – পিরোজপুর, বাবু সিনেমা- কিশোরগঞ্জ, বৈশাখী সিনেমা – নরিয়া, ছন্দা সিনেমা – কালীগঞ্জ, দিনান্ত সিনেমা – কেশরহাট, গ্যারিশন সিনেমা – দয়ারামপুর, লাইটহাউজ সিনেমা – পারুলিয়া, মমতাজমহল সিনেমা – নীলফামারী, নসীব সিনেমা – শাপাহার, রাজু সিনেমা – ঈশ্বরদী, রঙ্গধনু সিনেমা – নজিপুর, রুপালী সিনেমা – পাচবিবি, শাহীন সিনেমা- বল্লাবাজার, সখী সিনেমা – হোসাইনপুর, সোনালী সিনেমা – ঘোড়াঘাট, সনি সিনেমা – ইসলামপুর, উল্লাস সিনেমা - বীরগঞ্জ, কাজী নজরুল ইসলাম মিলনায়তন, রাজশাহী বিশ্ববিদ্যালয় (শো-টাইম - ৩:০০, ৬:০০)
এমএ