ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


বিটিভিতে আসছে রাহুল রাজের ‘ইচ্ছাশক্তি’


৬ সেপ্টেম্বর ২০১৮ ০০:০২

অন্তুর জানার ইচ্ছে প্রবল। পৃথিবীর সব রহস্য যেন তাকে হাত বাড়িয়ে ডাকে। এদিকে বিজ্ঞানী হৃদয় ও পর্যটক নাঈম অন্তুরকে নানা বিষয়ে নতুন নতুন জ্ঞান দিয়ে পৃথিবী সম্পর্কে তার জানার ইচ্ছে আরো বহুগুণে বাড়িয়ে দেয়। নিজের ইচ্ছা শক্তি থাকলে যে কোন কাজকে সহজে আয়ত্ব করা যায় এমন গল্প নিয়েই স্বনামধন্য নাট্য-পরিচালক রাহুল রাজ নির্মাণ করছেন শিশু-তোষ নাটক ‘ইচ্ছাশক্তি’। নাটকটি রচনাও করেছেন তিনি।

দেশের অন্যতম শিশু-কিশোর নাট্য দল কাব্য বিলাসের অঙ্গ-সংগঠন ‘মন বিলাস’ এবার নিয়ে আসছে ভিন্নধারার এ নাটকটি। ইচ্ছাশক্তি নাটকটি খুবশিঘ্রই বাংলাদেশে টেলিভিশনে চিত্রায়ণ হবে।

নাটক নিয়ে পরিচালক রাহুল রাজ বলেন, এবার নাটকটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং। এর আগে যত নাটকের নির্দেশনা দিয়েছি ইচ্ছা শক্তি তাদের থেকে ব্যতিক্রম। এই নাটকে এক ভাবুক ও কৌতূহলী চরিত্রে অভিনয় করছে শিশুশিল্পী রিফাত। অন্যদিকে বিজ্ঞানী চরিত্রে দেখা যাবে জাহিদুর রহমানকে। সেই সাথে পর্যটক চরিত্রে থাকছে নাইম ইসলাম। নাটকটি তৈরিতে আমাদের হাতে সময় ছিল খুব কম তারপরেও আশা-রাখি বরাবরের মত এবারও দর্শকেরা ভিন্নধারার বিনোদন পাবে।

এ নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছে সজীব, চাঁদনী, অন্তুর, রাসেল, মেহেদি, আশরাফ, সহ আরো অনেকে।

এমএ