নিকের সঙ্গে অন্তরঙ্গ ছবি দেখে যা বললেন প্রিয়াঙ্কার মা

বলিউডে চলছে বিয়ে মৌসুম। কিছু দিন আগে বলিউড তারকা দীপিকা-রণবীর জুটি বিয়ের কাজটি সেরে ফেলেছেন। এবার পিগি চপস খ্যাত নায়িকা প্রিয়াঙ্কার বিয়ের পালা।
এরই মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া ভারতে চলে এসেছেন তার বিয়ের জন্য। দুই দিন আগেই হাজির হয়েছেন তার হবু বর নিক জোন্স।
প্রিয়াঙ্কা নিজেদের অন্তরঙ্গ ছবি সোশ্যাল মিডিয়াতে দিয়ে তাকে ভারতে স্বাগতম জানিয়েছেন। সেই পোস্টে নিক কে ‘বেবি’ বলে সম্বোধন করছেন এই বলি সুন্দরী।
ভারতে এসে বিয়ের ব্যস্ততার মাঝেও প্রিয়াঙ্কা নিজের শ্যুটিংও সেরে ফেলছেন।
কিন্তু, তার ইনস্টাগ্রামের পোস্ট দেখলেই বোঝা যায়, প্রেমিক নিকের প্রতি তার ভালবাসার গভীরতা কত। আর সেই ভালবাসা প্রকাশে এতোটুকুও কার্পণ্য করেন না পিগি চপস।
এ নিয়ে অবশ্য অনেক নেটিজেনই নায়িকাকে ট্রোল করেন। এদিকে প্রিয়াঙ্কার মাও তার হবু জামাইকে নিয়ে বেশ উৎসাহিত। হবু জামাই নিকের প্রায় প্রত্যেক ছবিতেই তাকে ‘ডুড’,
‘হ্যান্ডসাম’ এমন নানা কমেন্ট করে থাকেন তিনি। তাই বলাই যায়, নিকের হবু শাশুড়ি মধু চোপড়া বেশ আধুনিক। মধু চোপড়া সোশ্যাল মিডিয়ায় মধুমালতী নামে রয়েছেন।
২ ডিসেম্বর যোধপুরের উমেদ ভবন প্যালেসে প্রিয়াঙ্কা-নিক বিয়ের কাজটি সেরে ফেলবেন। এই মুহূর্তে তারা সকলেই ভারতের দিল্লিতে রয়েছেন। বলা যায়, তাদের বিয়ের প্রস্তুতি তুঙ্গে।