ঢাকা বুধবার, ১৫ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১


চীনের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বাংলা সিনেমা


৫ সেপ্টেম্বর ২০১৮ ২৩:২৪

চীনের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বাংলা সিনেমা ‘বেঙ্গলি বিউটি’। ছবিটি সম্প্রতি শুধুমাত্র যমুনা ব্লকবাস্টারেই প্রদর্শিত হয়েছিলো। তবে ব্যাপকভাবে ২১ সেপ্টেম্বর সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন রাহশান নূর। প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরিচালক রাহশান নূর। তার বিপরীতে আছেন আবেদনময়ী অভিনেত্রী মুমতাহিনা টয়া।

এ বিষয়ে রাহশান নূর বলেন, তার ‌‘বেঙ্গলি বিউটি’ এবার মুক্তি পেতে যাচ্ছে চীন দেশে। চীনের প্রায় তিন শতাধিক হলে বিশাল আয়োজনে মুক্তি পাবে ছবিটি। রাহশান সিনেমা মুক্তি সংক্রান্ত কাজে চীনে অবস্থান করছেন। সেখান থেকেই জাগো নিউজকে সুখবরটি জানান।

চীনে মুক্তির বিষয়ে রাহশান বলেন, ‘গতকাল চীনের আন্তর্জাতিক সংস্কৃতি বিনিময় মন্ত্রী চাই ডু হোয়েনের সঙ্গে মিটিং হয়েছে। নতুন বছরের শুরুতেই চীনে ছবিটি মুক্তি দেয়া হবে। হল সংখ্যা চূড়ান্ত নয়। তবে সেটি বিশাল আকারেরই হবে। চীনে বাংলাদেশিদের বিশাল একটি কমিউনিটি রয়েছে। তাদের সামনে ‘বেঙ্গলি বিউটি’ দেখানোর সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত।’

তিনি বলেন, ‘একজন বাংলাদেশি নির্মাতা হিসেবে এই সাফল্য আমাকে আন্দোলিত করছে। চীনের মানুষজন বাংলাদেশ ও এই দেশের সংস্কৃতি তথা সিনেমা নিয়ে বেশ ইতিবাচক মনোভাব পোষণ করেন। এটাও ভালো লেগেছে। আমার মনে হয়, বাংলাদেশি সিনেমার লাভজনক বাজার হতে পারে চীন।’

এমএ