ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


নতুন পরিচয়ে মমতাজ


১৯ নভেম্বর ২০১৮ ২৩:১৪

কণ্ঠশিল্পী ও সাংসদ মমতাজ দাদি হয়েছেন। তার পুত্র মেহেদী খানের ঘরে এসেছে কন্যা সন্তান। আর এই খুশির খবরটি গণমাধ্যমকে জানিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী।

সামাজিক মাধ্যমে মমতাজ বলেন, ‘আমার মেহেদীর ঘরে এক টুকরা চাঁদের আলো। আমার একটা নতুন নাম হলো, দিদা। সবাই দোয়া করবেন।’ আর তার ছেলে মেহেদী খান লিখেছেন, ‘আমি মেয়ের বাবা হলাম। সবাই আমার জন্য দোয়া করবেন।’

সোমবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে মেহেদী খানের স্ত্রী চৈতি দেওয়ানের অস্ত্রোপচার করেছেন অধ্যাপক কর্নেল (অব.) খালেদা খানম। জানা যায়, চৈতি দেওয়ান এবং তাঁর সন্তান এখন সুস্থ আছেন।

মমতাজের গুরু মাতাল কবি রাজ্জাক দেওয়ানের ছোট ছেলে সুজন দেওয়ানের মেয়ে চৈতি দেওয়ানের সঙ্গে মেহেদী খানের বিয়ে হয়েছে ২০১৬ সালে ১৪ ফেব্রুয়ারি।

তবে মমতাজ এখন ভীষণ ব্যস্ত। খুব বেশি সময় থাকতে পারেননি নাতনির কাছে। নাতনির মুখ দেখেই ছুটে যান মানিকগঞ্জে তাঁর নির্বাচনী এলাকায়। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য এরই মধ্যে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি। এ খুশির খবর যেন তাকে আরও বেশি উজ্জীবিত করবে।

এমএ