ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


আইনি ঝামেলায় আটকা পড়লেন কুমার শানু


৫ সেপ্টেম্বর ২০১৮ ১৮:২৩

ভারতের বিহার রাজ্যের মুজাফফরপুর এলাকায় গভীর রাতে মঞ্চে উচ্চ শব্দে গান করায় নব্বই দশকের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার শানুর বিরুদ্ধে থানায় অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে মুজাফফরপুর যান এই কিংবদন্তি। সেখানেই গভীর রাত পর্যন্ত সঙ্গীত পরিবেশন করেন তিনি। অনুষ্ঠান শেষে উচ্চ শব্দে গান করায় জেলার মিথানপুরা থানায় তার নামে এফআইআর করা হয়।

কুমার শানু তার দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় বাংলা ও হিন্দি গান উপহার দিয়েছেন। এরমধ্যে রয়েছে ‘জীবনের নাম যদি’, ‘আর কত কাল আমি’, ‘বাজিগর ও বাজিগর’, ‘কিতনা হাসিনে চেহেরা’, ‘নজার কে সামনে’ ইত্যাদি।

জানা যায়, সারারাত ধরে উচ্চ শব্দে গান বাজার ফলে আশেপাশের মানুষের ঘুমের সমস্যা হয়। এতে বিরক্ত হয়ে পরদিন সকালে থানায় অভিযোগই ঠুকে দেন তারা। শানুর সঙ্গে অনুষ্ঠানটির আয়োজক অঙ্কিত কুমারের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়।

পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘নিয়ম লঙ্ঘন করার অভিযোগেই এফআইআরটি আমরা নিয়েছি এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে’।

আরআইএস