ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


নৌকায় পা দিতে চান অপু


১২ নভেম্বর ২০১৮ ০৫:২৪

রাজনীতিতে আসার ইচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা অপু ইসলাম খান (ইসলাম ধর্ম গ্রহণ করার আগে নাম ছিল অপু বিশ্বাস)। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ফরম সংগ্রহ করতে চান তিনি। রোববার দলটির ধানমন্ডির নতুন কার্যালয়ে যাওয়ার পথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘বগুড়া থেকে নৌকার প্রার্থী হতে চাই।’

কেন আওয়ামী লীগের মনোনয়ন চান? এমন প্রশ্নের জবাবে অপু ইসলাম খান বলেন, ‘ধানমন্ডিতে যাচ্ছি মমতাজ উদ্দিন এমপি চাচার সঙ্গে কথা বলতে। তিনি এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা সবুজ সঙ্কেত দিলে মনোনয়ন ফরম কিনব। আমি মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে রাজনীতি করতে চাই। মানুষের পাশে থাকতে চাই। কারণ রাজনীতি হলো মানুষের পাশে থাকার সরাসরি মাধ্যম।’

এর আগে শনিবার গাজীপুরের একটি আসন থেকে নির্বাচনের ইচ্ছা প্রকাশ করেন অপুর সাবেক স্বামী চিত্রনায়ক শাকিব খান। কিন্তু রাত পোহাতেই সিদ্ধান্ত বদলান ঢাকাই ছবির কিং। জানান, ‘আপাতত রাজনীতিতে আসার কোনো ইচ্ছা নেই। ভক্তরা চাচ্ছেন না আমি রাজনীতিতে জড়াই। তারা আমাকে চলচ্চিত্রের নায়ক হিসেবেই দেখতে চান। তাই ভক্তদের কথা ভেবেই সিদ্ধান্ত বদল করেছি।’

এমএ