ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


আমার জীবনের নিঃসঙ্গ রাত


১১ নভেম্বর ২০১৮ ১৯:৩১

ফাইল ফটো

রাজধানী ঢাকায় শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সাহিত্য উৎসব ‘ঢাকা লিট ফেস্ট ২০১৮’। বৃহস্পতিবার তিন দিনব্যাপী বাংলা একাডেমিতে এ উৎসব শুরু হয়। শনিবার এ উৎসবের সমাপনী দিনে অংশ নিয়েছিলেন বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী মনীষা কৈরালা। এই উৎসবে যোগ দিয়ে মনীষা তার জীবনের প্রথম গ্রন্থ ‘দ্য বুক অব আনটোল্ড স্টোরিজ’ প্রকাশের ঘোষণা দেন। মূলত এই বইয়ের সূত্র ধরেই লেখকদের সমাবেশে যোগ দেন এই অভিনেত্রী। তিন দিনের এ উৎসবে ১৫ দেশ থেকে দুই শতাধিক শিল্পী-সাহিত্যিক-গবেষক অংশ নেন। অনুষ্ঠিত হয় ৯০টির বেশি সেশন।

সমাপনী দিনে আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘হিলড’ শীর্ষক সেশনে নিজের লেখা বই 'হিলড' থেকে কয়েকটি লাইন দর্শকদের পড়ে শোনান বলিউড অভিনেত্রী-লেখক মনীষা কৈরালা। এ সময় তার চোখে পানি এসে পড়ে।

মনীষা বলেন, আমি জানি না আমার ক্যান্সার হওয়ার পর কত সময় পার হয়ে গেছে। ‘সে সময় আমি জীবনের কঠিন একটি বাস্তবতার মধ্যে ছিলাম। আমি বিষণ্ণ ছিলাম, খুব অস্বস্তি লাগতো, শারীরিকভাবেও বিপর্যস্ত ছিলাম। আমার পাকস্থলী অস্বাভাবিকভাবে বড় হয়ে গিয়েছিল। পরীক্ষা করার পর জানতে পারলাম আমার লিড স্টেজে ক্যান্সার এবং তা ছড়িয়ে পড়েছে।'

তিনি আরও বলেন, ‘চিকিৎসকরাও আমাকে বলতে চাচ্ছিল না যে আমার ক্যান্সার হয়েছে। আমি বিস্ময় নিয়ে চিকিৎসকের দিকে তাকিয়ে ছিলাম। অনেক পরে আমাকে জানানো হলো আমার জরায়ুর ক্যান্সার এবং সেটা কেটে ফেলে দিতে হবে। এটা শোনার পর মনে হলো আমার জীবনের নিঃসঙ্গ রাত শুরু।’

নেপালি কন্যা বলিউড নায়িকা মনীষা কৈরালা ‘১৯৪২ অ্যা লাভ স্টোরি’ ছবির মাধ্যমে বলিউড ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করেছিলেন। ক্যান্সারের সঙ্গে অনেক দিনে লড়াই করে জিতে ফিরে এসেছেন তিনি। রাজকুমার হিরানি নির্মিত সঞ্জয় দত্তের বায়োপিকে অভিনয় করেন মনীষা।

উৎসবের সমাপনী ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, দীর্ঘ ৭ বছর ধরে এই আয়োজনে আমি একজন নিয়মিত দর্শক ও অংশগ্রহণকারী। আমি নিজেও এসেছি। ভবিষ্যতেও আসবো।

অন্যদিকে নন্দিতা দাস চলচ্চিত্র অভিনেত্রী, পরিচালকই ও সামাজকর্মী। লিট ফেস্টে তিনি এসেছেন নিজের পরিচালিত নতুন চলচ্চিত্র 'মান্টো' নিয়ে। উদ্বোধনী দিনে ছবিটির বাংলাদেশ প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে।

 

এল,এস