'ঠিক তেমনই লাগছে' বললেন দীপিকা

বলিউডের একজন সুপারস্টার অভিনেতা রণবীর সিং, যে তার প্রথম ছবি তে পদর্পনের মাধ্যমেই জয় করে নিয়েছিলেন ভক্তদের হৃদয়। বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী হলেন দীপিকা পাড়ুকোন। সেও তার প্রথম ছবিতেই অভিনয়ের দক্ষতা দেখিয়ে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। বলা বাহুল্য যে, দীর্ঘ ছয় বছর যাবৎ ভালোবাসার সম্পর্কে জড়িত ছিলেন তারা। সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এ জুটি। ১৪ ও ১৫ নভেম্বর এ মাসের ইতালির লেক কোমোয় ভিলা দেল বালবিয়ানেল্লোতে বিয়ে করতে চলেছেন আগামী তারা। ইতিমধ্যে ইতালিতে পাড়ি জমিয়েছেন এ জুটি।
শনিবার সকালেই ইতালির উদ্দেশে রওনা দিয়েছিলেন দীপিকা- রণবীর। ইতালি যাওয়ার আগে মুম্বই এয়ারপোর্টেই তাঁরা চমকে দিলেন ভক্তদের।
যাত্রাকালে একই রংয়ের পোশাকে দেখা গেছে তাদের। দুজনেই সাদা রং এর পোশাক পরিধান করেছিলেন। রণবীরের সঙ্গে ছিলেন তার বাবা, মা ও বোন।
দু’জনেই ম্যাচিং সাদা রঙের পোশাকে উপস্থিত হলেন ইতালির বিমান ধরতে। আর দু’জনের মুখেই হাসির ফোয়ারা। দীপিকা ও রণবীর দু’জনেই বিমানযাত্রার আগে ফোটোগ্রাফারদের জন্য হাসি মুখে পোজ দিয়েছেন। দীপিকার পরনে টার্টলনেক ওভারসাইজ টপ আর পাশ দিয়ে কাটা লম্বা স্কার্ট। রণবীরও সাদা রঙের পাতিয়ালা স্যুট পরেছিলেন।
জানা গেছে, ইতালিতে দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়-বন্ধুরাই নাকি আমন্ত্রণ পেয়েছেন। তবে দু’সপ্তাহ আগেই বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে দীপিকার বেঙ্গালুরুর বাড়িতে। বিশেষ পুজোর আয়োজন করেছিলেন অভিনেত্রীর পরিবারের সদস্যরা। তখন রণবীরের গায়ে হলুদের ছবিও প্রকাশ্যে এসেছিল।
ইতালিতে যাওয়ার পূর্বে দীপিকা বলেন, ‘সব মেয়ের মতো বিয়ে আমার জীবনেও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। নতুন কোনও সিনেমায় সই করার আগে যতটা উত্তেজিত থাকি, ঠিক তেমনই লাগছে।’
বিয়ের আগের আচার অনুষ্ঠান ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দুই পরিবারেই। নভেম্বরের শুরুতে দীপিকার বেঙ্গালুরুর বাড়িতে পুজো ও মুম্বইতে হলুদের অনুষ্ঠান পালন করেছেন।
ইতালিতে রণবীর-দীপিকার বিয়ে সম্পন্ন হওয়ার পর বেঙ্গালুরুতে বিশাল রিসেপশন পার্টি দেবেন রনদীপ জুটি।
এল এস