ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


অন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অমিতাভ-শাহরুখ


১১ নভেম্বর ২০১৮ ১৬:১৯

ফাইল ফটো

শনিবার বিকেল ৪ টায় কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে ২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়েছে। প্রতি বারের মতো এবারও এক গুচ্ছ দেশ-বিদেশের সিনেমা উপস্থাপন করা হয়েছে এ উৎসবে।

এ উদ্বোধনী উৎসবে যোগ দিয়েছেন বলিউডের অনেক বিখ্যাত তারকারা । তাদের মধ্যে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, ওয়াহিদা রহমান ও মহেশ ভাটের মতো তারকারা। বিশেষ অথিতি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন শাহরুখ খান৷

অমিতাভ ও শাহরুখের মত তারকার উপস্থিতিতে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান তারায় তারায় মুখরিত হয়ে উঠেছে।

লাল শাড়িতে ঋতুপর্ণা সেনগুপ্ত থালা ধরেন, পাশে ছিলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, জয়া বচ্চন, ওয়াহিদা রহমান। তারা প্রদীপ জ্বেলে ও ফুল ছড়িয়ে উদ্বোধন করেন।


অনুষ্ঠানে শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘জিরো’র ট্রেলার দেখানো হয়। সমস্ত আয়োজনের দায়িত্ব কাঁধে নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

শাহরুখ বলেছেন, তার ছবি হয়তো দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) দেখেন না৷ কিন্তু নিজের ছবির ঝলক দেখানোর এই সুযোগ তিনি ছাড়তে চান না৷ এতেই আপত্তি জানাচ্ছেন হাজারও সিনেপ্রেমী৷ সম্প্রতি বিভিন্ন টিভি চ্যানেলে, ইউটিউবে শাহরুখ অভিনীত ‘জিরো’র ট্রেলার চলছে৷ এ সিনেমাটি নিয়ে শাহরুখ ভক্তদের উৎসাহের অন্ত নেই৷ সারা বছর যারা চলচ্চিত্র উৎসবের জন্য অপেক্ষা করে থাকেন, তারা বেশ অবাক হয়েছেন এই কাণ্ডে৷

প্রসঙ্গত, ১০-১৭ নভেম্বর, টানা সাতদিন চলচ্চিত্র প্রেমীদের জন্য রয়েছে নানা ভাষার, নানা স্বাদের একগুচ্ছ ছবির সম্ভার৷ পাশাপাশি বাংলা ছবির ১০০ বছর, তাই উৎসবে আনন্দের জোয়ার আরও অনেকটাই৷ ৭০ টি দেশের ১৭১ পূর্ণদৈর্ঘ্যের এবং ১৫০ টি স্বল্পদৈর্ঘ্যের ছবি ১৬ টি প্রেক্ষাগৃহে দেখানো হবে৷

 

এল এস