ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


সব রেকর্ড ভেঙে দিল 'থাগস অব হিন্দুস্তান'


১০ নভেম্বর ২০১৮ ১৭:০০

ছবি- সংগৃহীত

সমালোচকদের মন জয় করতে না পারলেও সিনেমাপ্রেমীদের মন জয় করে নিয়েছে অমিতাভ বচ্চন ও আমির খানের 'থাগস অব হিন্দুস্তান'। মুক্তির প্রথম দিনেই ৫০ কোটি টাকা আয় করেছে এই সিনেমাটি। ফলে ছবিটি এ বছরের সেরা পাঁচ ওপেনিং ডে বিজনেস ফিল্মের তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছে। খবর এনডিটিভির।

ট্রেড অ্যানালিস্ট তরন আদর্শ এক টুইট বার্তায় জানিয়েছেন, 'থাগস অব হিন্দুস্তান' প্রথম দিনেই সব মিলিয়ে ৫২.২৫ কোটি টাকা আয় করেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এই বিশাল অংকের এই আয়ের মধ্য দিয়ে হিন্দি ছবির ক্ষেত্রে আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে থাগস অব হিন্দুস্তান। একদিনেই ৫০ কোটিরও বেশি টাকা আয় করেছে ছবিটি। কয়েকটি ক্ষেত্রে নতুন 'বেঞ্চমার্ক' তৈরি করেছে ।

মিস্টার আদর্শ এক টুইট বার্তায় বলেন, বড় ছুটি (দিওয়ালি) + অত্যাধিক প্রচারণা + প্রচুর হলে মুক্তি এই রেকর্ড তৈরি করতে সাহায্য করেছে।

'থাগস অব হিন্দুস্তান' নির্মাণ করেছেন বিজয় কৃষ্ণ আচার্য। এতে আমির খান ও অমিতাভ বচ্চন ছাড়াও অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখ।

আরকেএইচ