ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


ফের পুরো ভারত মাতিয়ে তুলেছেন প্রিয়া প্রকাশ


৯ নভেম্বর ২০১৮ ২০:২০

ফাইল ফটো

'উইংক গার্ল' নামে পরিচিত প্রিয়া প্রকাশ আবারো মাতিয়ে তুলেছেন পুরো ভারতকে। কিছুদিন আগে তার চোখের ইশারায় ও হাসিতে পুরো দেশে সাড়া জাগিয়েছেন এই মডেল । নেটিজেন বিশ্বে সবাই জানে দক্ষিণী-কন্যা প্রিয়া প্রকাশ ওয়ারিয়রের কথা।এবার তাকে দেখা গেছে নতুন রুপে।

সম্প্রতি প্রিয়া একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। একটি অনুষ্ঠানে ভারতীয় রুপে হাজির হতে তাকে দেখা য়ায। প্রিয়া সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে আগের মত সাড়া পড়ে য়ায।

ছবিতে সোনালি রঙের পোশাকের সঙ্গে জমকালো কানের দুল পরতে দেখা যায়। এরপর নেটিজেনদের মাঝে হৈচৈ পড়ে য়ায।

প্রথমে দেখা য়ায মালায়লম ছবি 'ওরু আদার লাভ'-এর একটি দৃশ্যে।রওশন আবুল রউফ নামের অভিনেতার সঙ্গে কাজ করেন প্রিয়া।ঔই সিনেমার গানেই নেটিজেনরা মাতিয়ে দেয় প্রিয়া এবং আবদুল রউফ।

যদিও বলিউডে কাজ করা নিয়ে কিছু বলেনি।তবে দক্ষিণের বেশ কিছু বিজ্ঞাপনে দেখা যায়।