ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


আজ থেকে কুষ্টিয়ায় শুরু হচ্ছে কালবেলা ছবির শুটিং


৬ নভেম্বর ২০১৮ ০৩:৩১

খুলনার কাজ শেষ করে আজ (৫ অক্টোবর) থেকে কুষ্টিয়ায় শুরু হচ্ছে সাইদুল আনাম টুটুলের ‘কালবেলা’ চলচ্চিত্রের কাজ। ২০১৭-২০১৮ অর্থ বছরে সরকারি অনুদানে এ ছবিটি গত ৭অক্টোবর খুলনায় শুটিং শুরু করে। একটানা ১১দিন শুটিং করে ঢাকায় ফিরে আসে। গতকাল ‘কালবেলা’ টিম কুষ্টিয়া এসে পৌঁছায়।

পরিচালক সূত্রে জানা যায় এখানে প্রায় ২০ দিন শুটিং হবে। ২০০১ সালে আইন ও সালিশ কেন্দ্র কর্তৃক প্রকাশিত ‘নারীর ৭১ ও যুদ্ধপরবর্তী কথ্যকাহিনী’ বই থেকে ‘কালবেলা’ চলচ্চিত্রের গল্প নেয়া হয়েছে। মুক্তিযুদ্ধের সময় অসংখ্য নারীর উপর অন্যায়, অত্যাচার ও নির্যাতনের গল্প তুলে ধরা হয়েছে বইটিতে। তারমধ্যে একজন নারী সানজিদা। সানজিদার উপর করা মানষিক ও সামাজিক নির্যাতনের গল্পই এ চলচ্চিত্রে ফুটিয়ে তোলা হচ্ছে বলে জানান নির্মাতা সাইদুল আনাম টুটুল। চলচ্চিত্রটিতে প্রধান দুই চরিত্র মতিন ও সানজিদা। মতিন চরিত্রের শিশির ও সানজিদা চরিত্রে অভিনয় করছেন তাহমিনা অথৈ।

চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে পরিচালকের নিজস্ব প্রযোজনা সংস্থা ‘আকার’ থেকে। শিশির ও তাহমিনা অথৈ ছাড়াও এতে আরো অভিনয় করছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ, মাসুম বাশার, মিলি বাশার, জুলফিকার চঞ্চল, কোহিনূর, তানভীর মাসুদ, সাইকা আহমেদ, নওশের আশফাক, সুমন আহমেদ বাবু, শিশু শিল্পী সিয়াম ও মোরসালিনসহ আরো অনেকে।

ছবিটির সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করছেন রিপন রহমান খান। সেট ডিজাইনার অঞ্জন, রুপসজ্জাকর শরীফ, প্রধাণ সহকারী পরিচালক রতন কুমার বর্মণ, সহকারী পরিচালক শওকত আলী রানা, প্রোডাশন ম্যানেজার আমিন উল্লাহ।

এমএ