ঢাকা মঙ্গলবার, ৩রা ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১


ব্যান্ড চিরকাল এর নতুন গান আসছে: ‘সন্ধ্যায় দাঁড়িয়ে’


৩০ নভেম্বর ২০২৪ ০০:২১

ফাইল ফটো

গানপ্রেমীদের জন্য সুখবর! বাংলাদেশের প্রিয় ব্যান্ড চিরকাল তাদের নতুন গান প্রকাশ করতে যাচ্ছে। ২০২১ সালের ১লা ডিসেম্বর যাত্রা শুরু করা এই ব্যান্ড, দীর্ঘ এক বছরের বিরতির পর ২০২৩ সালের ১লা ডিসেম্বর থেকে আবার নিজেদের কার্যক্রম শুরু করেছে।

 

ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে রয়েছেন নাদিম হাসনাত (প্রান্ত), ইমন রাব্বি (হৃদয়), স্বরন মির্জা এবং আরেফিন জুনায়েদ। তারা জানিয়ে দিয়েছে, নিজেদের পার্মানেন্ট মেম্বারদের নিয়ে এবার নতুনভাবে গান তৈরির কাজ শুরু করেছে। তাদের প্রথম সিঙ্গেল গান “সন্ধ্যায় দাঁড়িয়ে” খুব শীঘ্রই প্রকাশ হতে যাচ্ছে। গানটির কথা ও সুর রচনা করেছেন নাদিম হাসনাত (প্রান্ত)।

 

এটি ব্যান্ড চিরকাল এর অফিসিয়াল পেজে ২০২৪ সালের ৫ই ডিসেম্বর মুক্তি পাবে। এছাড়াও, ব্যান্ডটি তাদের নতুন গান “জীবন্ত বাসস্টপ” এর কাজও শুরু করেছে, যা আগামী দিনগুলোতে প্রকাশিত হবে।

 

ব্যান্ড চিরকাল এর সদস্যরা বিশ্বাস করেন, তাদের গানগুলোর মাধ্যমে তারা ব্যান্ড জগতে একটি স্থায়ী জায়গা তৈরি করতে পারবেন এবং তাদের সুরের মধুরতা চিরকাল বেঁচে থাকবে। তারা চান, তাদের গান শুধু তাদের সময়েই নয়, বরং ভবিষ্যতেও মানুষের হৃদয়ে গেঁথে থাকুক, এবং তারা যেন সঙ্গীতের মাধ্যমে চিরকাল মানুষের মাঝে জীবিত থাকতে পারেন।

 

ব্যান্ড চিরকাল আশা করছে, তাদের নতুন গানগুলো শ্রোতাদের হৃদয় জয় করবে এবং সঙ্গীতপ্রেমীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে।