ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


প্রিয়াঙ্কা-দীপিকা বিয়ে করছে তো আমি কী করব: শাহরুখ


৪ নভেম্বর ২০১৮ ২২:০৮

ফাইল ফটো

বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সে কথা মোটামোটি সবার জানা। তবে তাদের এ সম্পর্ক বেশি দূর গড়াতে পারেনি। সম্প্রতি প্রিয়াঙ্কা বিয়ে করতে যাচ্ছেন হলিউডের গায়ক নিক কে। এবার প্রিয়ঙ্কা চোপড়ার বিয়ে প্রসঙ্গে একটি মন্তব্য করলেন কিং খান।

‘বেগানি শাদি মে আবদুল্লা দিওয়ানা’- প্রিয়ঙ্কা চোপড়ার বিয়ে প্রসঙ্গে এমন মন্তব্যই করলেন শাহরুখ খান। তবে কাকে উদ্দেশ্য করে কিং খান এ মন্তব্য করছেন তা পরিষ্কার করে বলেন নি তিনি। এছাড়াও দীপিকা-রণবীরকে অনেক ভালবাসা জানিয়েছেন শাহরুখ।

‘জিরো’সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সংবাদমাধ্যমের তরফে প্রিয়ঙ্কা-দীপিকার বিয়ে প্রসঙ্গে কিং খানকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, “এটা ভাল যে সবাই বিয়ে করছে। কিন্তু এতে আমার কী করণীয়? বেগানি শাদি মে আবদুল্লা দিওয়ানা। ওরা বিয়ে করছে এটা ওদের কাছে খুব আনন্দের। এরপর সন্তান হবে। তাতেও বা আমি কী করব? আমার যা করার ছিল, তা আমি করে ফেলেছি। আমি কী একের পর এক বিয়ে করে যাব?”


এই মন্তব্যের পর সংবাদমাধ্যমের একটি অংশের দাবি, হয়ত বা প্রিয়ঙ্কাকেই উদ্দেশ্য করেই শাহরুখ এ মন্তব্য করেছেন।


তাই নাম না করে রসিকতার সুরে বিষয়টি লঘু করেছেন তিনি। যদিও দীপিকার বিয়ে নিয়ে যথেষ্ট উত্তেজিত দেখিয়েছে শাহরুখকে।

দীপিকাকে অভিনন্দন জানিয়ে শাহরুখ বলেন, “ওর প্রতি আমার ভালবাসা রইল। সৃস্টিকর্তা ওদের সুখ ও সমৃদ্ধি দিক। খবরটা পাওয়ার পরের দিনই আমি ওকে ফোন করেছিলাম, বলেছিলাম আমার মতো তোমাদেরও বিবাহিত জীবন সুখের হোক।”


ইতিমধ্যে গুঞ্জন, প্রিয়ঙ্কার বিয়েতে নাকি তাঁর প্রাক্তনরা উপেক্ষিত। যার মধ্যে শাহিদ কপূর, হরমন বাওয়েজা তো আছেনই, আছেন আরেক জনও। এই ‘আরেক জন’নাকি শাহরুখ খান, এমনটাই ধারণা সবার। তবে তা নিশ্চিত জানা যাবে ২ ডিসেম্বর। তবে ইতালির লেক কোমোতে অনুষ্ঠিত দীপ-বীরের বিয়েতে কিং খান যে উপস্থিত থাকছেনই, সে ব্যাপারে নিশ্চিত বলিউড।

এল,এস