ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


যে কারণে বিতর্কে প্রিয়াঙ্কা


৩ নভেম্বর ২০১৮ ১৫:৫৫

ফাইল ফটো


বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে বিগত কয়েক মাস যাবতই বলিউড পারায় অলোচনার ঝড় বইছে। তার ব্যক্তিগত জীবন নিয়েই মূলত তাকে নিয়ে আলোচনা হচ্ছে। মূলত মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে তার সম্পর্ককে কেন্দ্র করে তিনি নতুন করে আলোচনায় আসেন। এরপর নিকের সঙ্গে বাগদান, বিভিন্ন দেশে দুজনের ঘোরাঘুরি সব কিছু মিলিয়ে লাইমলাইটে ছিলেন তিনি। মিডিয়ার ফোকাসও ছিল তার উপর সর্বত্র।

বয়সে ১০ বছরের ছোট প্রেমিকের সঙ্গে প্রেম নিয়ে 'দেসি গার্লের' ভক্তদেরও আগ্রহের কোনও কমতি নেই।

কেউ কেউ বলছেন ভারতে কি এমন উপযুক্ত কেউ ছিল না যাকে প্রিয়াঙ্কা বিয়ে করতে পারতেন। কেনই বা তাকে ভিনদেশীকে বিয়ে করতে হবে। তবে সব সমালোচনাকে তুচ্ছজ্ঞান করে আপন গতিতে এগিয়ে যাচ্ছেন প্রিয়াঙ্কা। সম্প্রতি তিনি বিয়ের প্রস্তুতি নিচ্ছেন।


এর মধ্যেই নতুন করে বিতর্কিত হলেন প্রিয়াঙ্কা। সম্প্রতি একটি ইভেন্টে প্রায় সাত লাখ টাকার কাউচ নিয়ে উপস্থিত হন তিনি। এর ফলে আবারও আলোচনায় আসেন তিনি। তবে এবার উল্টোদিকে বাতাস বইলো । সম্প্রতি তাকে ফ্লাফি কালো রঙের জ্যাকেট পরতে দেখা যায়। সঙ্গে পড়েছিলেন কালো ডিসট্রেসড জিনস, কানে বাড় হুপস, ক্যাট আই সানগ্লাস।

প্রিয়াঙ্কাকে পোশাকটি যথেষ্ট কনফিডেন্টের সঙ্গেই ক্যারি করতে দেখা গিয়েছে।
তবে ফ্যাশন পুলিশের কাছে সমালোচিত হলেন এ নায়িকা। তাদের মতে জ্যাকেটটা এতটাই অদ্ভুত যে প্রিয়াঙ্কাকে নাকি কালো ময়লার ব্যাগের মতো দেখাচ্ছিল। এমনটা বলছেন সমালোচকরা।

নিন্দুকরা বলছেন, হলিউডের নায়িকাদের নকল করতে গিয়ে শেষমেশ ট্রোলড হয়ে বসলেন।

এল,এস