ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


আজ কিং খানের জন্মদিন


২ নভেম্বর ২০১৮ ২০:২১

ফাইল ফটো

বলিউডের সুপারস্টার অভিনেতা শাহরুখ খান আজ ৫৩ বছরে পা রাখলেন। ১৯৬৫ সালের ২ নভেম্বর ভারতের দিল্লিতে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন বলিউড বাদশা। প্রিয় তারকার জন্মদিনে প্রতিবারের মতো এবারও তার বাড়ির সামনে হাজারো ভক্ত অনুরাগী উপচে পড়ে।

প্রতি বছর এই দিন বারোটা বাজার আগেই মুম্বাইয়ে কিং খানের বাড়ি মান্নতের সদর দরজায় ভিড় করেন হাজারো তরুণ তরুণী। ব্যালকনি থেকে হাত নেড়ে, সেলফি তুলে তাদের ভালোবাসার জবাবও দেন তিনি। এবারও হলো না তার ব্যতিক্রম। ভক্ত অনুরাগীদের সামলাতে রীতিমত হিমশিম খাওয়ার অবস্থা আইন শৃঙ্ক্ষলা বাহিনীর।

টাইমস অব ইন্ডিয়াকে এক ভক্ত বলেছেন ‘আমরা সন্ধ্যা থেকে এখানে অপেক্ষা করছি আমাদের প্রিয় তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। তাকে এক নজর দেখতেই আমরা প্রতি বছর এই দিন এখানে আসি।’

বরাবরের মতো অপেক্ষারত ভক্তদের সামনে আসেন শাহরুখ। তাদের সামনে বেশ কয়েক মিনিট সময় কাটান। সবার উদ্দেশ্যে উড়ন্ত চুমুও ছুড়েন তিনি।

এরপর নিজের সোশাল সাইটে বেশ কয়েকটি ছবির কোলাজ পোস্ট করেন শাহরুখ। যেখানে নিজের জন্মদিনে স্ত্রী গৌরী খানকে কেক খাইয়ে দিতে দেখা গেছে। প্রত্যেকবছরই এই দিনটা বিশেষভাবে উদযাপন করে গোটা ‘খান’ পরিবার।

বহু সংগ্রাম করে নব্বই দশকে পা রাখেন বলিউডে। পঁচিশ বছরের অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন অনেক ব্যবসা সফল ছবি। যার মধ্যে রয়েছে পারদেশ, কাভি খুশি কাভি গাম, কুছ কুছ হোতা হ্যায়, কাভি আল বিদা না ক্যাহেনা, চালতে চালতেসহ আরও অনেক ছবি। মুক্তির প্রতীক্ষায় আছে ‘জিরো’ নামের একটি ছবি। যেখানে শাহরুখকে দেখা যাবে বামনের চরিত্রে।

আরকেএইচ