ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


বিনোদন অঙ্গনে পা দিয়েই ঝড় মমতাহিনার


৬ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৮

সংগৃহিত

বিনোদন অঙ্গনে পা দিয়েই ঝড় তুলেছেন মমতাহিনা জাহান। লাস্যময়ী সুন্দরী এ তরুণী ইতিমধ্যে তার সৌন্দর্য দিয়ে মুগ্ধ করেছেন। পাশাপাশি বিভিন্ন ফ্যাশন সো অংশগ্রহন করে নজর কেড়েছেন সবার।

জানা যায়, মমতাহিনা জাহান পুরো নাম হলেও মম নামেই এখন পরিচিত পাচ্ছে। তার প্রতিভার কারণে দিন দিন ব্যস্ততাও বাড়ছে। তাকে নিয়ে নির্মাতারাও আশাবাদি হচ্ছেন। অভিনয় ও র‌্যাম্প শোতে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন।

অতিসম্প্রতি বিনোদন জগতে এসে যেভাবে তার দক্ষতা ছড়াচ্ছেন তাতে করে আগামী দিনগুলোতে সফলতা যে তার খুব কাছেই চলে আসছে এটি নির্ধিদায় বলাই যায়।

মম এ প্রতিবেদককে বলেন, খুব বেশিদিন হয়নি তার এ অঙ্গনে আসার। সবার কাছ থেকেই তিনি ভালো সাড়া পাচ্ছেন।

তিনি বলেন, বিভিন্ন শোতে অংশ নিচ্ছেন। মডেল হিসেবেও কাজ করছেন।

ভবিষ্যতে অভিনয়কে আরো শক্তভাবে আঁকড়ে ধরে এগিয়ে যেতে চান। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন পণ্যের মডেল হিসেবেও কাজ করবেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাতত শর্ট ফিল্ম, নাটক, বিজ্ঞাপণের মডেল, মিউজিক ভিডিও’র মডেল হিসেবে কাজ করছেন।

ভবিষ্যতে ভালো সুযোগ পেলে বড় পর্দায়ও কাজ করবেন এমনটি ইচ্ছে রয়েছে।

বর্তমানে প্রতিযোগীতার মধ্যে ভালো কাজ দিয়েই দর্শকদের মাঝে টিকে থাকতে চান। এ জন্য তিনি সবার নিকট দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করেন।