চার তরুণের “দ্যা ম্যাজিক বক্স’’

উদীয়মান তরুণ ম্যাজিশিয়ানদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যাজিক শো “দ্যা ম্যাজিক বক্স’’। আগামী ৯ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পান্থপথে দি ডিমার্স অডিটোরিয়ামে এই ম্যাজিক শো মঞ্চায়ন হবে। এতে অংশ নেবেন বাংলাদেশি ৪ তরুণ ম্যাজিশিয়ান স্বপন দিনার, মিজানুর রহমান যুবরাজ, প্রিন্স ইমাম ও ম্যাক্স মিষ্টেল। ইতোমধ্যে শো এর প্রস্তুতি শেষ হয়েছে। ম্যাজিক উপস্থাপনায়ও নিয়ে আসা হয়েছে নতুনত্ব ।
ম্যাজিক একটা বড় শিল্প। এই শিল্পকে আরও নান্দনিক ভাবে উপস্থাপন করার চেষ্টায় “দ্যা ম্যাজিক বক্স’’। ম্যাজিক শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং ম্যাজিকের জন্য আলাদা একটা প্ল্যাটর্ফম তৈরি করাই হচ্ছে ”The Magic Box”এর মূল লক্ষ্য। যা বাংলাদেশে ম্যাজিক শিল্পে ভিন্ন মাত্রা যোগ করবে। আশা করা যাচ্ছে এই ম্যাজিক শো সবাইকে আকৃষ্ট করবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ফজলুল হক সাকি। আয়োজক প্রতিষ্ঠান দ্যা ড্রিমার্স “দ্যা ম্যাজিক বক্স’’- এ আকর্ষণীয় সব ম্যাজিক প্রদর্শন করবেন দেশে এবং বিদেশে ম্যাজিক প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিভাবান ম্যাজিশিয়ানরা।
আরকেএইচ