ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


কলকাতায় ‘বাংলাদেশ উন্নয়ন মেলা’য় গাইলেন নূরজাহান আলীম


২৮ অক্টোবর ২০১৮ ১৬:৫৯

বাংলাদেশের মরমী কন্ঠশিল্পী আব্দুল আলীমের উত্তরসূরী গান গেয়ে মুগ্ধ করলেন কলকাতাবাসিদের । সেই সাথে বাংলাদেশের জন্য কুড়িয়ে এনেছে খ্যাতি ও সম্মান।

কলকাতার পার্ক সার্কাস রোডে অনুষ্ঠিত ‘বাংলাদেশ উন্নয়ন মেলা’য় গাইতে পেরে ভীষণ উচ্ছসিত নূরজাহান আলীম।
শনিবার (২৭ অক্টোবর) কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তৌফীক হাসানের নিমন্ত্রণে নূরজাহান আলীম সেখানে সঙ্গীত পরিবেশনে গিয়েছিলেন।

দিনব্যাপী অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে নূরজাহান আলীম তারই বাবার গাওয়া ‘প্রেমের মরা জলে ডুবে না’,‘ এই যে দুনিয়া কিসেরও লাগিয়া’,‘ হলুদিয়া পাখি সোনারই বরণ’,‘দোল দোল দোলনী’,‘ বহুদিনের পীরিতগো বন্ধু’সহ শ্রোতা দর্শকের অনুরোধে আরো কিছু গান গেয়ে শুনান উপস্থিত সবাইকে।

তিনি বলেন, আমাকে যারা নিমন্ত্রণ করেছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সেই সাথে বাবার গাওয়া গানগুলো আপনাদের শুনাতে পেরে ভীষণ ভালোলাগছে। গানে গানে বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করেছি বারবার। সত্যি বলতে কী দেশের বাইরে দেশের গান গাওয়ার তৃপ্তিটা যে কতো ভালোলাগার এটা ভাষায় প্রকাশের নয়। একজন শিল্পী হিসেবে এই ধরনের অনুষ্ঠানে গান গাওয়ার মধ্যে ভীষণ গর্ববোধও হয়।

নূরজাহান আলীম জানান ‘উন্নয়ন মেলা’য় সঙ্গীত পরিবেশন শেষে তিনি আগামী ২৯ অক্টোবর দেশে ফিরবেন। নূরজাহান আলীমের বয়স যখন মাত্র এক বছর তখন তার বাবা মারা যান। ছায়ানটের অনুপ বড়ুয়ার কাছে তিনি দুই বছর সঙ্গীতে তালিম নিয়েছিলেন।

প্রয়াত নজরুল ইসলামের কাছেও একসময় সঙ্গীতে তালিম নেন। বাজারে নূরজাহান আলীমের দুটি অ্যালবাম রয়েছে। একটি সিডি চয়েজ থেকে প্রকাশিত ‘মাঝি’ এবং অন্যটি লেজার ভিশন থেকে প্রকাশিত ‘ট্রিবিউট টু আব্দুল আলীম’।

শিগগরিই তিনি শাহ আলমগীরের কথা ও সুরে নতুন একটি গানে কন্ঠ দিবেন। উল্লেখ্য কিছুদিন আগে আসামের গৌহাটিতে ‘লোকসঙ্গীত সম্মেলন’-এও নূরজাহান আলীম সঙ্গীত পরিবেশন করেন।