প্রেমের বাক্সে রোমান্টিক সিয়াম-পূজা (ভিডিও)

আসছে ১৬ নভেম্বর মুক্তি পাচ্ছে সিয়াম-পূজা অভিনীত নতুন ছবি ‘দহন’। এরইমধ্যে শুরু হয়েছে সিনেমাটির প্রচারণা। সম্প্রতি সিনেমার প্রথম গান ‘হাজির বিরিয়ানি’ প্রকাশিত হয়। সিনেমার গল্পের প্রয়োজনে এ গানটি নির্মিত হলেও বিভিন্নমহলে সমালোচিত হয় এ গানটি। হাজির বিরিয়ানি গানটি নিয়ে জাজের কর্ণধার আব্দুল আজিজ জানান, দহন সিনেমার কাহিনির প্রয়োজনেই এমন গান বানানো হয়েছে। অন্য কোন উদ্দেশ্যে এ গানটি বানানো হয়নি। তাছাড়া এমন গান না থাকলে সিনেমাটি অপূর্ণ হতো। দর্শক সিনেমাটি দেখলেই বুঝতে পারবে এ গানটির প্রয়োজনীয়তা কতখানি।
হাজির বিরিয়ানি গানের আলোচনা-সমালোচনার শেষ হতে না হতেই এবার প্রকাশ হলো সিনেমাটির নতুন গান ‘প্রেমের বাক্স’। রায়হান রাফী পরিচালিত দ্বিতীয় ছবি ‘দহন’র নতুন গান এটি। শাহ আলম সরকারের কথা ও সুরে এই গানটির সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। কণ্ঠ দিয়েছেন ইমরান ও কনা। এই গানটি নিয়ে ব্যাপক আশাবাদী সংশ্লিষ্টরা। গানটি সম্পর্কে পূজা বলেন,‘এই গানে একটু ভিন্নভাবে দর্শকের সামনে হাজির হলাম। কথা ও সুর অনেক দারুণ। গান ও গানের কোরিওগ্রাফী দুটোই দর্শকের ভালো লাগবে আশা করছি।’
রোমান্টিক ঘরানার এ গানটি নিয়ে ইমরান বলেন, ‘এর আগে ‘পোড়ামন ২ সিনেমার জন্য ‘ওহে শ্যাম’ গানটি গেয়েছিলাম আমি ও কনা। সেই গানটি আমাদের জন্য খুব সুন্দর এক স্মৃতি। এবারও গাইলাম নতুন গান। আমাদের ওহে শ্যাম গানটি সবাই পছন্দ করেছিলেন, এই গানটিও সবার ভালো লাগবে।’
জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘দহন’ ছবিতে সিয়াম ও পূজা ছাড়াও অভিনয় করেছেন জাকিয়া বারী মম। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এগিয়েছে ছবিটির গল্প, যেখানে একটি সুন্দর প্রেম ও তার বিয়োগান্তক পরিণতি দেখানো হবে। ছবিতে সিয়াম নেশাগ্রস্ত যুবক আর পূজা গার্মেন্টস কর্মীর চরিত্রে অভিনয় করেছেন।
এমএ