ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


দেবীতে মুগ্ধ হুমায়ূন পরিবার


২৭ অক্টোবর ২০১৮ ২১:৪৮

মা শাওনের সঙ্গে ‘দেবী’ দর্শনে এসেছিলেন হুমায়ূন আহমেদের ছোট সংসারের দুই পুত্র নিষাদ ও নিনিত। সিনেমা দেখে মুগ্ধ হয়ে বড় ছেলে নিষাদ দিয়েছে দশে দশ। ছোট ছেলে নিনিত ২ নম্বর কম দিয়েছে। কারণ একটাই এই সিনেমা দেখে সে নাকি অনেক ভয় পেয়েছে!

অভিনেত্রী ও পরিচালক শাওনকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে জয়া বলেন, ‘অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা মেহের আফরোজ শাওনকে। আমাদের ‘দেবী’ চলচ্চিত্রের পাশে থাকবার জন্য ‘সি তে সিনেমা’র পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা।’ৎ

অন্যদিকে অভিনেত্রী হিসেবে শিলা আহমেদ যে জয়া আহসানের অন্যতম ফেভারিট তা এবার জানিয়েছেন জয়া নিজেই। এ বিষয়ে জয়া বলেন,‘আমার অভিনয় জীবনের শুরু থেকেই যখন কেউ আমার কাছে জানতে চেয়েছে, প্রিয় অভিনেত্রী কে? আমি বরাবরই শিলা আহমেদ-এর নামটি নিয়েছি। আমি নিশ্চিত, আমার মত আরো অনেকেই শিলা আহমেদের অভিনয়ের ভক্ত। সেই শিলা আমার প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘দেবী’ দেখতে এসে আমাদের অনেক বেশি সম্মানিত করেছে। আমি কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ। নুহাশ হুমায়ূনের কথাও আলাদাভাবে উল্লেখ করতে চাই। ‘দেবী’ চলচ্চিত্রের শুরু থেকে এখন পর্যন্ত নুহাশকে পাশে পেয়েছি সবসময়। ধন্যবাদ নুহাশ হুমায়ূন। ‘

প্রখ্যাত ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের বহুল পঠিত উপন্যাস `দেবী` অবলম্বনে নির্মিত হয়েছে `দেবী` সিনেমা। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের প্রথম প্রযোজিত সিনেমা `দেবী`। সিনেমাটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস।

বাংলাদেশের ছোট এবং বড় পর্দার প্রায় সব জনপ্রিয় এবং আলোচিত তারকাদের `দেবী` সিনেমার প্রিমিয়াম থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন শো তে দেখা গেছে। সবাই ভূয়সী প্রশংসা করেছেন এই সিনেমার। তবে যার উপন্যাস থেকে এই সিনেমা সেই হুমায়ূন আহমেদের পরিবারকেও এবার দেখা গেল প্রেক্ষাগৃহে। অভিনেত্রী জয়া আহসানের সাথে হুমায়ূন আহমেদের স্ত্রী শাওন এবং দুই পুত্র নিষাদ এবং নিনিতের ছবি প্রকাশ করা হয়েছে `দেবী` র অফিসিয়াল পেইজে। এবং হুমায়ূন আহমেদ কন্যা শীলা আহমেদ এবং পুত্র নুহাশ হুমায়ূন ও এসেছিলেন তাদের বাবার সেই অমর সৃস্টির সেলুলয়েড ভার্সন দেখার জন্য। সিনেমা দেখার পরে তাদের অভিমত ও প্রকাশ করেছে `দেবী` র অফিসিয়াল পেইজে।

এর আগে ‘দেবী’র কপিরাইট নিয়ে দ্বন্ধ শুরু হয়েছিল হুমায়ূন আহমেদের দুই পরিবারের মধ্যে। একে অন্যের বিরুদ্ধে তীর্যক বাক্যও ছুড়েছিলেন। কিন্তু ‘দেবী’ খ্যাত জয়া সেই দ্বন্দ্ব মিটিয়ে কোন উত্তাপ ছড়াতে দেননি। দু- পরিবারই ‘দেবী’ দর্শনে এসে ভূয়সী প্রশংসা করেছেন।

এমএ