যেসব তারকাদের একমাত্র ভরসা পরচুলা

মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুলের ঘনত্ব কমে যায়। মাথা হয়ে যায় টেকো। বিশেষ করে পুরুষের বেলায় এটি খুবই স্বাভাবিক। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুল ত্বকে পরিণত হতে থাকে। ফলে মাথার চুল কমে গিয়ে টাক দেখা দেয়। অনেকের আবার অল্প বয়সেই টাক হয়ে যায়।
অন্যদিকে, অনেকের জন্য এটি বংশগত, যেমন নায়ক সোহেল রানা ও তার ভাই রুবেল, সোহেল রানার ছেলে মাশরুর পারভেজের বয়স ৩০ পার হয়নি। এখনি এই তরুণের মাথায় টাক পড়ে গেছে। তিনিও সিনেমায় অভিনয় করেছেন। রুবেল ও সোহেল রানাও ক্যারিয়ারের শুরু থেকেই পরচুল ব্যবহার করে।
ক্যারিয়ারের শুরু থেকেই টাক ছিলেন অভিনেতা জসিম। আশির দশকে বাংলা চলচ্চিত্রে দর্শকপ্রিয়তা অর্জন করেন। জসিম চলচ্চিত্রে অভিনয় শুরু করেন ‘দেবর’ চলচ্চিত্রের মাধ্যমে ১৯৭২ সালে। প্রথমে ভিলেন হিসেবে শুরু করলেও নায়ক হিসেবে বেশ জনপ্রিয়তা পান। অ্যাকশন আর রোমান্টিক- দু ধারাতেই তিনি খুব দ্রুত জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন। ভিলেনের সঙ্গে ফাইট কিংবা নায়িকার সঙ্গে নাচ। জসিমের একঝাক চুল কে না দেখেছেন। তবে সেই চুলের পেছনের রহস্য আসলে টাক।
সোহেল রানাকে পর্দায় দর্শক বহুবার বহুরুপে দেখেছে। ‘জীবননৌকা’ ছবিতে প্রিয়তমা স্ত্রীকে ভুল বুঝে খুন করে পাগলপ্রায় সোহেল রানা পুলিশের গুলি খেয়ে সাগরে ভেসে যাওয়ার করুন দৃশ্যটি আজো চোখে ভাসে। জনপ্রিয়তার তুঙ্গে থাকাবস্থায় ‘বারুদ’ ছবিতে নায়িকাবিহিন, প্রেম রোমান্সহীন চরিত্রে অভিনয় করেও দর্শকদের মনে ঠাই করে নিয়েছিলেন। ‘ওস্তাদ সাগরেদ’ ছবির শেষ দৃশ্য নিজের কিশোর সন্তানের কোলে মৃত্যুবরণের করুন দৃশ্যটা আজো মনে পড়ে। ‘ওস্তাদ সাগরেদ’ ছবিতেও ছিলেন নায়িকা, প্রেম, রোমান্সহীন চরিত্রে কিন্তু পুরোটা সময় দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন।দেওয়ান নজরুলের ‘জনি’ ছবির জনি চরিত্রটা আজো চোখে ভাসে। এইসব চ্যালেঞ্জই নিয়েছেন তিনি পর চুল পরে। যা দর্শক হয়তো কখনো ধরতে পারেননি।
একজন নৃত্য পরিচালক হিসেবে যেমন সফল ছিলেন, ঠিক তেমনি একজন নায়ক হিসেবেও তিনি সফল। তিনি জাভেদ। দেশীয় চলচ্চিত্রের একসময়ের পর্দা কাঁপানো এই নায়কের মাথায়ও ছিল টাক। সেই ঢাকার জন্য তিনি নিয়মিত পরচুল ব্যবহার করতেন। এখনো কোন জায়গায় গেলে তার মাথায় পরচুলই শোভা পায়।
ফোক ফ্যান্টাসি আর অ্যাকশন ছবির অপ্রতিদ্বন্দ্বী ড্যাশিং হিরো ওয়াসিম এখন চলচ্চিত্র থেকে অনেক দূরে। ধর্ম-কর্ম নিয়েই তার অবসর সময় কাটছে। এখন আর পরচুল ব্যবহার করেন না ওয়াসিম। কারণ এখন যে পর্দার সামনে নেই। মাথার সামনের দিক থেকে চুল পাতলা বলে পরচুল ব্যবহার করতেন এ নায়ক। এখন পরচুল ব্যবহার করেন না বলে একটু খেয়াল করলেই আগের সেই ঘনচুলের সঙ্গে মেশাতে পারবেন।
নায়ক রহমন, আজিমও এক সময় পরচুল ব্যবহার করতেন। আশি দশক থেকে রাজ রাজ্জাকের মাথার চুলও কমে যায়। ফলশ্রুতিতে তিনি নিয়মিত পরচুল ব্যবহার করতেন।
ভিলেনদের মধ্যে রাজিব, আহমেদ শরীফও নিয়মিত পরচুল ব্যবহার করতেন। জাম্বু, এটিএম শামসুজ্জামান, আবুল হায়াতের টাকের খবর অবশ্য কারো অজানা নয়। কমেডিয়ান দিলদারের মাথায়ও ছিল বিশাল বড় টাক।
কাজী মারুফের মাথায়ও রয়েছে বিশাল টাক। তার সিনেমা দেখে একটু খেয়াল করলেই তা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয়। আলেকজান্ডার বোর সামনের দিক থেকে চুল অনেকটা কমে এসেছে। তাইতো পরচুল এখন তার সঙ্গী।
শুধু যে চলচ্চিত্র তা নয়, নাটকেও অনেকে পরচুল ব্যবহার করে দর্শকের চোখের আড়াল থাকে যা। চরিত্রের প্রয়োজনে পরচুল ব্যবহার করা অন্য বিষয়।
এমএ