ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


মৃদুলার স্বপ্ন অনেক দূর এগিয়ে যাওয়ার


২৫ অক্টোবর ২০১৮ ০১:২৮

মিডিয়া জগতে নতুন মুখ মৃদুলা।যদিও তার পথচলা মাত্র শুরু কিন্তু স্বপ্ন অনেক দূর এগিয়ে যাবার। মৃদুলার প্রথম কাজ ছিল বিটিভিতে পাঁচ ফোড়ন অনুষ্ঠানে। এখন পর্যন্ত কাজ করেছেন তিনটি মিউজিক ভিডিওতে “রুপালী পর্দা” রাজু আহসান এর পরিচালনায়, “এমন একটি দিন নাই এমন একটি রাত নাই” তন্ময় খান এর পরিচালনায় এবং “না বলা মন”। ড্যান্স বিফোর ইউ মাই টিভির একটি শো তে কাজ করেছেন। পাশাপাশি বিটিভিতে আনন্দ বিচিত্রা অনুষ্ঠানে র‍্যাম শোতে কাজ করেছেন।

সেই সাথে মৃদুলা স্টিল ও ব্রাইডাল ফটো শ্যুট এ কাজ করছেন। বেশ কিছু ডকুমেন্টারি শর্ট ফিল্মও করেছেন। মৃদুলা বর্তমানে বিইউবিটিতে বিবিএ অধ্যায়নরত। অবসরে সিনেমা দেখতে ও আড্ডা দিতে পছন্দ করেন।তার কাজের অনুপ্রেরণা তার নাচের শিক্ষক আরফানুল হক মৃদুল। পছন্দ করেন ইলিয়ানা ডি ক্রুজ ও ব্রাড পিড এর অভিনয়।