ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


ঢাকায় জীবনের গল্প শোনাবেন মনীষা কৈরালা


২৪ অক্টোবর ২০১৮ ১৭:১৯

আগামী ৮ নভেম্বর বাংলা একাডেমিতে সাহিত্যের উৎসব ঢাকা লিট ফেস্টের আয়োজনের নবমবারের মতো উৎসব হতে যাচ্ছে।

এবার এ উৎসবে এবার ঢাকা লিট ফেস্টের অন্যতম আকর্ষণ হয়ে আসছেন উপমহাদেশের বিখ্যাত বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা।

তিনি আসছেন তার জীবনের নানা গল্প শোনাতে। সম্প্রতি মনীষা কৈরালা এ সংক্রান্ত বিষয় নিয়ে তার জীবনের প্রথম গ্রন্থ ‘দ্য বুক অব আনটোল্ড স্টোরিজ’ প্রকাশের ঘোষণা দিয়েছেন। ঢাকা লিট ফেস্টে তিনি তার এ বই ও জীবন নিয়ে দুই ঘণ্টার একটি বিশেষ সেশনে অংশ নেবেন বলেও একটি সূত্র নিশ্চিত করেছে।

এ ছাড়া এবারের উৎসবের আরও আসছেন পুলিৎজার জয়ী দুই সাহিত্যিক এডাম জনসন ও ট্রেড এডরস। ভারত থেকে আরও আসছেন বিখ্যাত লেখক শংকর ও নারীবাদী লেখক-অভিনেত্রী নন্দিতা দাস।

আরআইএস